:: Gaxon_Info ::

Try To Better Service....

::Info

:: ::

:: Gaxon...Flash ::

:: Follow Us ::

:: Facebook ::

:: Twitter ::

:: Google+ ::

:: Youtube ::

Online Page Viewing..

Search

Translate This Page in Any Language [ Break the Language ]


"কি" এবং "কী" বাংলা ভাষার এই শব্দ দুটির ব্যবহার নিয়ে প্রায়ই আমাদের সমস্যায়
পড়তে হয়। বিশেষ করে লেখার সময় এই দ্বিধাদ্বন্দ্বটা আমাদের মধ্যে কাজ করে। "ি"
এবং "ী" নিয়ে এই সমস্যা এড়াতে আমরা প্রায়শই এর যথেচ্ছ ব্যবহার করে অজান্তেই
বাংলা বানানে ভুল করে ফেলি।
আজ "কী" এবং "কি" এর ব্যবহার নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় এর সমাধান করার চেষ্টা
করব।

|কী|
® সর্বনাম, বিশেষণ ও ক্রিয়া বিশেষণ এর বেলায় স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহৃত হলে
"কী" লিখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ঈ-কার ব্যবহৃত হবে।
যেমন : কী রূপ বা কীরূপে

® সর্ব কোন বস্তু বা কোন বিষয় এর বেলায় "কী" লিখতে হবে।
যেমন : তুমি কী খাবে?? কী জিনিস??

® কেমন বুঝালে "কী" লিখতে হবে।
যেমন : কী করে এ কথা বললে??

® কতো বা কিছুটা প্রাধান্য বুঝালে "কী" লিখতে হবে।
যেমন : কী আনন্দ!!!!

|কি|
® সংশয়সূচক বা প্রশ্নবোধক বাক্যে "কি" ব্যবহার করতে হবে।
যেমন : তুমি কি যাবে??

® অথবা, কিংবা বুঝাতে "কি" ব্যবহার করতে হবে।
যেমন : কি শীত কি গ্রীষ্ম।


(ত্রুটি মার্জনীয়)

0 comments:

Post a Comment

Please.. Give Us to a Chance For Better Service... Gaxon
Leave a Comment...