Search

Translate This Page in Any Language [ Break the Language ]

নকিয়ার মুঠোফোন ইউনিট যাচ্ছে মাইক্রোসফটের অধীনে। নকিয়া থাকছে শুধু টেলিকম যন্ত্রাংশ নির্মাতাপ্রতিষ্ঠান হিসেবে। মুঠোফোন ইউনিট নিয়ে মাইক্রোসফট কী পরিকল্পনা করছে আর নকিয়ার ভবিষ্যত্ই বা কোন পথে?
নকিয়ার মুঠোফোন ব্যবসা আর পেটেন্ট লাইসেন্স কিনেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট। মুঠোফোন সেটের বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে মাইক্রোসফটের এই উদ্যোগ। যুক্তরাজ্যের বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফটের স্মার্টফোন প্রচেষ্টা শুরুতেই খুব বেশি সুখকর হচ্ছে না।
২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ৭৪০ কোটি মার্কিন ডলারে নকিয়ার মুঠোফোন বিভাগ মাইক্রোসফট কিনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর বছরের শেষ প্রান্তিক অর্থাত্ অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসে নকিয়ার মুঠোফোন বিক্রি ২৯ শতাংশ কমে গেছে। সেই সঙ্গে এই প্রান্তিকে নকিয়ার লোকসানের পাল্লাও ভারী হয়েছে। একসময় বাজারে জনপ্রিয় নকিয়ার তৈরি ফিচার ফোনের বিক্রি কমার পাশাপাশি নকিয়ার স্মার্টফোন বিক্রিও কমেছে প্রায় ৭ শতাংশ।
নকিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট টিমো ইয়ামোটিলা চতুর্থ প্রান্তিকে নকিয়ার অবস্থা প্রসঙ্গে জানিয়েছেন, নকিয়ার বেশি দামের স্মার্টফোনের চেয়ে সাশ্রয়ী দামের লুমিয়া৫২০ মডেলটি বিক্রি হয়েছে বেশি। স্মার্টফোন নির্মাতা অ্যাপল, স্যামসাং, সনির সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে নকিয়ার স্মার্টফোন বিক্রি কমেছে।
নকিয়ার পরিস্থিতি সম্পর্কে বাজার গবেষণাপ্রতিষ্ঠান ওভামের টেলিযোগাযোগ বিশ্লেষক নিক ডিলন জানিয়েছেন, মাইক্রোসফট ও নকিয়া জোটের পক্ষে হাই-এন্ড বা বেশি দামের স্মার্টফোনের বাজার থেকে বেরিয়ে আসা বড় রকমের চ্যালেঞ্জ। এ ছাড়াও উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনগুলোতে এখনো গ্রাহকের পছন্দের অনেক অ্যাপ্লিকেশন নেই। গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মে যত অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ রয়েছে, উইন্ডোজ এখনো সেদিক থেকে পিছিয়ে রয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে নকিয়ার মুঠোফোন ব্যবসা কিনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর মাইক্রোসফট তাদের পরিকল্পনা হিসেবে মাইক্রোসফটের পরিকল্পনা ও মার্কেটিং দলের সঙ্গে নকিয়ার কর্মীদের একসঙ্গে করে একটি দল করার ঘোষণা দিয়েছিল। নকিয়া ও মাইক্রোসফটের টিম একসঙ্গে মিলে স্মার্টফোন বাজারে উইন্ডোজ-নির্ভর স্মার্টফোনের জন্য নকিয়া ব্র্যান্ডকে আরও সামনে এগিয়ে নিতে কাজ করবে।
তবে বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে এখনই মাইক্রোসফট ও নকিয়া জোটকে ফেলে দেওয়া যাচ্ছে না। বিশেষ কিছু পরিকল্পনা করলে এখনো মাইক্রোসফট ও নকিয়ার জন্য সুযোগ রয়েছে। এজন্য মাইক্রোসফটকে চীন ও ভারতের মতো উন্নয়নশীল বাজারগুলোর দিকে নজর দিতে হবে। বর্তমানে উন্নয়নশীল দেশগুলোর মধ্যবিত্তরা তাঁদের ফিচার ফোন থেকে স্মার্টফোনে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এ সুযোগটি মাইক্রোসফট নিতে পারে।
নকিয়ার বর্তমান অবস্থা নিয়ে খুশি নন বিনিয়োগকারীরাও। মুঠোফোনের ব্যবসায় ভালো করতে না পারলে নকিয়ার অবস্থা কতটা শোচনীয় হবে, ২০১৩ সালের চতুর্থ প্রান্তিকের আয় তা দেখিয়ে দিয়েছে।
বাজার-গবেষকেরা হিসাব করে দেখেছেন, মুঠোফোনের ব্যবসা ছাড়া ফিনল্যান্ডের কোম্পানি হিসেবে নকিয়ার চতুর্থ প্রান্তিকে আড়াই কোটি ইউরো লোকসান হয়েছে। মুঠোফোন ইউনিটটি বাদে নকিয়ার অন্য বিভাগের আয়ও কমে গেছে। তাই মুঠোফোন ইউনিট হাতছাড়া হয়ে যাওয়ায় নকিয়াকে এখন নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। এদিকে, মুঠোফোন ইউনিটের সঙ্গে নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপও মাইক্রোসফটে চলে যাচ্ছেন। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন টিমো ইয়ামোটিলা। এখন নকিয়ার একজন নতুন প্রধান নির্বাহীর প্রয়োজন পড়বে।
বাজার-বিশ্লেষকেরা অবশ্য নকিয়াকে পরামর্শ দিচ্ছেন যে, মুঠোফোন ইউনিট ছাড়া এখন নকিয়ার উচিত হবে তাদের নেটওয়ার্ক অবকাঠামো ব্যবসায় জোর দেওয়া। মুঠোফোন নির্মাতা নয়, নকিয়া এখন ফিনল্যান্ডের টেলিকম প্রতিষ্ঠান হিসেবেই পরিচয় তৈরি করতে পারে।
এদিকে, নকিয়ার মুঠোফোন ইউনিটকে নিয়ে একটু ভিন্নভাবে ভাবছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। চলতি বছরের মার্চ মাসের মধ্যেই নকিয়ার মুঠোফোন ইউনিট পুরোপুরি মাইক্রোসফটের অধীনে চলে আসবে।
মাইক্রোসফটের একজন কর্মকর্তা জানিয়েছেন, নকিয়ার এন্ট্রি লেভেলের আশা সিরিজের হ্যান্ডসেট ও সাশ্রয়ী হ্যান্ডসেটগুলোর পরিবর্তে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর সাশ্রয়ী স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে মাইক্রোসফট।
‘ইকোনমিক টাইমস’কে দেওয়া এক সাক্ষাত্কারে মাইক্রোসফট ইন্ডিয়া অপারেটর চ্যানেল গ্রুপ পরিচালক শার্লিন জানিয়েছেন, নকিয়া ও মাইক্রোসফটের চুক্তির ফলে মুঠোফোন ক্রেতারা ভবিষ্যতে কম দামের হ্যান্ডসেটের আশা করতে পারেন।
ফিচার ফোন ও এন্ট্রি লেভেল স্মার্টফোনে ক্রেতাদের আগ্রহ বাড়াতে মাইক্রোসফট উদ্যোগ নেবে বলে মনে করেন শার্লিন।
শার্লিন আরও জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মুঠোফোনের দাম কমে আসবে। দাম কমানোর বিষয়টি পর্যালোচনা করবে মাইক্রোসফট। ফিচার ফোন থেকে গ্রাহক যাতে আরও বেশি স্মার্টফোন মুখাপেক্ষী হন এবং বেশি করে অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, এজন্য মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোনের দামের বিষয়টি খেয়াল রাখবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি।
থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত হওয়ায় এখন গ্রাহকেরা থ্রিজি সুবিধার স্মার্টফোনে ঝুঁকছেন। তাই থ্রিজি সুবিধার সাশ্রয়ী স্মার্টফোন বাজারে আনতে কাজ করবে মাইক্রোসফট।

শার্লিন জানিয়েছেন, বর্তমানে নকিয়া ও মাইক্রোসফট বাজার বিশ্লেষণ ও গ্রাহকদের চাহিদা পর্যালোচনা করে নতুন স্মার্টফোন তৈরিতে কাজ করছে। এর ফলে দুই থেকে তিন বছরের মধ্যে মুঠোফোন সেটের দাম কমে যেতে পারে।

কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারকারীরা ২০১৩ সালে যেসব পাসওয়ার্ড দিয়েছেন, সেগুলোর মধ্যে দুর্বলতম বা বাজে পাসওয়ার্ড দিয়েছেন সেসবের একটি তালিকা প্রকাশ করেছে পাসওয়ার্ড ব্যবস্থাপনা ও সফটওয়্যার প্রতিষ্ঠার স্প্ল্যাশডেটা। এবার সবচেয়ে বাজে পাসওয়ার্ড তালিকার এক নম্বরে উঠে এসেছে 123456 পাসওয়ার্ডটি, যা ২০১২ সালের তালিকায় শীর্ষে থাকা বাজে পাসওয়ার্ডকে ঠেলে দিয়েছে দ্বিতীয় অবস্থানে। সবচেয়ে বাজে দশের তালিকায় তৃতীয় অবস্থানে আছে 12345678, চতুর্থ qwerty আর পঞ্চম স্থানে আছে abc123 পাসওয়ার্ডটি। অন্যান্য পাসওয়ার্ডের মধ্যে 111111 আছে সপ্তম আর iloveyou আছে নবম অবস্থানে। অনলাইনে প্রকাশিত অ্যাডোবি ব্যবহারকারীদের চুরি যাওয়া পাসওয়ার্ড গবেষণা করে স্প্ল্যাশডেটা তৈরি করেছে এই তালিকা। বেশি বেশি ব্যবহার করা পাসওয়ার্ডের এই তালিকা দেখে বোঝা যায় ব্যবহারকারীরা এখনো দুর্বল আর সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করে নিজেদের এখনো ঝুঁকির মধ্যে ফেলছেন। স্প্ল্যাশডেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মরগ্যান স্লেইন বলেছেন, তালিকায় থাকা adobe123 বা photoshop-এর মতো পাসওয়ার্ড এটাই স্মরণ করিয়ে দিচ্ছে যেন ওয়েবসাইটের নাম বা অ্যাপ্লিকেশনে প্রবেশ করা নামের ওপর ভিত্তি করে আপনার পাসওয়ার্ড তৈরি না করেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ওয়েবসাইটে শক্তিশালী পাসওয়ার্ড নীতিমালা আরোপ করার পরও তালিকায় ছোট সংখ্যার পাসওয়ার্ড দেখা গেছে। যেমন, তালিকার ১৬ নম্বরে আছে 1234, ২০ নম্বরে আছে 12345।

স্প্ল্যাশডেটার পরামর্শ হলো, সব ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার না করে প্রতিটির জন্য আলাদা পাসওয়ার্ড তৈরি করা। পাসওয়ার্ড এমন হতে হবে যেন ন্যূনতম আটটি বা তার বেশি অক্ষর থাকে, সেই সঙ্গে কোনো বিশেষ অক্ষর এবং সংখ্যা যুক্ত থাকে। পাসওয়ার্ডের পূর্ণাঙ্গ তালিকাটি পাওয়া যাবে goo.gl/JfrFNX ঠিকানার ওয়েবসাইটে।

আগামী দুই-তিন দশকে চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা ছাড়া চাকরি পাওয়াই কষ্টকর হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছেন গুগলের চেয়ারম্যান এরিক স্মিড।
প্রতিনিয়ত নিত্য-নতুন নানা প্রযুক্তির উদ্ভাবন ও ক্রমাগত উন্নয়নের কারণে মধ্যবিত্ত শ্রেণীর অনেক কর্মী চাকরি হারাবেন বলেও জানিয়েছেন ৫৮ বছর বয়সী মার্কিন এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ধনাঢ্য ব্যবসায়ী।
সম্প্রতি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন এরিক স্মিড। চাকরির বাজারের আসন্ন মন্দাবস্থাকে শিল্প বিপ্লবের সঙ্গে তুলনা করেন তিনি।
এরিক বলেন, ‘আসছে দিনগুলোতে কম্পিউটার এবং মানুষের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এই দৌড়ে মানুষেরই জয় হওয়া উচিত। তবে যতটা দ্রুততার সঙ্গে প্রযুক্তির উন্নয়ন ঘটছে তার সঙ্গে খাপ খাইয়ে দক্ষ জনবল পাওয়া যাবে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নয়।’
এরিক আরও বলেন, ‘প্রতিনিয়ত নিত্য-নতুন সব প্রযুক্তিপণ্যের উদ্ভাবন ও উন্নয়ন ঘটে চলেছে। কর্মস্থলের রুটিন অনেক কাজ যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করার সুযোগ তৈরি হয়েছে। এজন্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে খণ্ডকালীন কাজের চাহিদা বাড়ছে। সামনের দিনগুলোতে প্রথাগত নয়টা থেকে পাঁচটা চাকরিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে।’


কর্মচারীদের বেতন নিয়েও হতাশা প্রকাশ করেছেন এরিক। তাঁর মতে, ‘নিজের অভিজ্ঞতা থেকে আমি স্পষ্ট উপলব্ধি করেছি, একটি কোম্পানি চাইলেই কর্মচারী পেতে পারে। কিন্তু কর্মচারীদের যে বেতন দেওয়া হয়, তা এখনো হতাশাজনক।’


"Bangla Viewing Problem" Bangla Font log..
Please
Using Those Step & Try to Solve
Your Bangla Viewing Problem….

Always Use Google Chrome Browser.
1. Please.. Open this Page with default Browser like- Google Chrome
/ Internet Explorer
2. If you used “UC Browser” Please Select “Zoom View
mode”. Don`t Select Fit to Screen. Not a good viewing option.

3. Install any Bangla Keyboard software [ Avro keyboard ]
/ Android Apps [ Ridmik keyboard ]

4. Use Opera mini Browser for better View.

5. Always Use latest Browser.

6. Try those step, and select your Viewing Browser.

7. Don`t use Mozila firefox..Sometimes Problem With Mozila Firefox for Bangla font
Viewing. Use Google Chrome Always.

8. If those Step is not Solved your Bangla Viewing
Problem, Touch the comment box & Write to Us with your
details. We will Shortly answer & Try to solved your problem.
Thanks
::: Thanks to Visit on Gaxon :::

গুগল ক্রোমে বাংলা দেখতে সমস্যা !!! এবার গুগল ক্রোমসহ সকল যায়গায় Bindas ক্লিয়ার বাংলা দেখুন

ফাষ্ট ব্রাউজিং এর পাশাপাশি সহজবোধ্য ইন্টারফেস ও তুলনামূলক হ্যাংমুক্ত হওয়ায় অনেকেই এখন ঝুকে পড়ছেন গুগল ক্রোম এর দিকে। আমিও ক্রোম এর দিকে ঝুকে পড়েছি আগে firefox চালাতাম ।

কিন্তু ক্রোমে একতাই  সমস্যা বাংলা ফন্ট সমস্যা দেখতে প্রবলেম । তাই আজকে আমি  Solution নিয়ে এলাম

ফন্ট সেটিংস ছাড়াই গুগল ক্রোম এ সুন্দর বাংলা দেখা গেলেও অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। এরমধ্যে একটি কমন সমস্যা নিচের মত দাড়ির পর বাংলা লাইনগুলির লেখাগুলি বক্স আকারে দেখানো।

প্রথম সমস্যাঃ বক্স বক্স আকারে বাংলা দেখানো:-
The first problem in the form of boxes in Bengali Fonts:-

১. আপনার এড্রেসবারে chrome://settings/fonts লিখে Enter দিন অথবা সেটিং থেকে ম্যানুয়ালী সেটিংস এ গিয়ে advanced settings এ ক্লিক করে Web Content থেকে Customized Fonts… এ ক্লিক করুন

1. To your address bar chrome :/ /settings/fonts in the settings manually by going to Settings and press Enter or click on the advanced settings, click Customized Fonts ... from Web Content

২. নিচের স্ক্রিনশর্টে দেখানো Standard font, Serif font, Sans-serif font ও Fixed width font থেকে SolaimanLipi কিংবা SiyamRupali অথবা আপনার পছন্দমত যেকোন ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিন। এবং Encoding থেকে Unicode UTF-8 সিলেক্ট করে OK করুন।


2. The Shown below skin short Standard font, Serif font, Sans-serif font and the SolaimanLipi Fixed width font or Unicode fonts SiyamRupali or select any of your choice. And the Unicode UTF-8 Encoding to select OK



৩. ব্যাস এবার দেখুন দাড়ির শেষে বাংলা লেখাগুলি আবার বক্স বক্স দেখাচ্ছে না।

3. See the end of the diameter of beard Bengali text boxes do not look back.

৪. তারপরেও যদি কোন জায়গায় বক্স বক্স আসে তাহলে Standard Font, Serif font, Fixed-width font সবগুলিতেই একই বাংলা ইউনিকোড ফন্ট দিয়ে দিন।

4. However, if you come to a place boxes Standard Font, Serif font, Fixed-width font with all of them give the same Bengali Unicode font.


 দ্বিতীয় সমস্যাঃ লেখার উপর লেখা চড়ে যাওয়া :-
Riding on the written text to the second problem :-

উপরের সমস্যাটির পাশাপাশি এই সমস্যাটিও একটি গুরুতর সমস্যা। এই সমস্যাটিতে সবাই নাও পড়তে পারেন কেননা এটি ফন্টগত সমস্যা অর্থাৎ যারা তাদের গুগল ক্রোম এ বাংলা দেখার জন্য SolaimanLipi ফন্টটির পুরানা ভার্সনটি ব্যবহার করেন তাদেরই এই সমস্যা হতে পারে।

In addition to the above problem is a serious problem with these issues . The problem is not everyone can be a problem because it Fonts SolaimanLipi to see Bengali font in Google Chrome who are using old version of them could be the problem.

ফন্টটির তৈরী কারক সোলাইমান ভাই ফন্টটির এই সমস্যাটি নিরসরনের জন্য SolaimanLipi ফন্টটির দ্বিতীয় সংস্করণ বের করেন। যারা অনেক আগেথেকেই ফন্টটির এই দ্বিতীয় সংস্করণটি ব্যবহার করেন তাদের এই সমস্যা হবে না।

Solved this issue making fonts for font possessive brother Solaiman SolaimanLipi second version of the font . This is the second version of the font is already used in many of them do not have this problem .

১। এখানে ক্লিক করে ফন্টটি ডাউনলোড করে নিন।

1. Please download the font by Click here

২। ডাউনলোডকৃত ফন্টটি কপি করে C:\windows\fonts ফোল্ডারে পেষ্ট করুন।

2. Copy the downloaded font to C: \ windows \ fonts folder and paste it.

৩। ব্যাস এবার ঝকঝকে বাংলা দেখুন আপনার গুগল ক্রোম এ !
আর করুন  Fast Browsing !!

3. Check out the swagger of the diameter of your Google Chrome in Bengali! Get the Fast Browsing


Touch the comment box & Write to Us with your
details. We will Shortly answer & Try to solved your problem.
Thanks

::: Thanks to Visit on Gaxon :::


Welcome to Gaxon

Gaxon.. Being you all your need in One Click.. So Stay With Gaxon
Learn.. When Your Need.. 

Now you can getting..

TECHNOLOGY NEWS
SPOKEN ENGLISH & GRAMMAR
MUSIC & VIDEOS
G.K,TET,M.P & H.S EXAM TEST
GAXON LEARNING HUB
All BOOKS BANGLA & ENGLISH
ANDROID & PC APPS
PHONE REVIEW & PRICE
ONELINE EXAM RESULTS
SOMETHINGS MORE..   All Questions?..One Answer.. 
Coming Soon.. A Brand New Website - www.Gaxon.in
Try To Better Service....
::Info :: 8001313707::
::: Thanks to Visits on Gaxon :::