:: Gaxon_Info ::

Try To Better Service....

::Info

:: ::

:: Follow Us ::

:: Facebook ::

:: Twitter ::

:: Google+ ::

:: Youtube ::

Online Page Viewing..

Search

Translate This Page in Any Language [ Break the Language ]


::: Gaxon Inspired :::

জীবনে সফল হওয়ার জন্য স্মার্টনেসের বিকল্প নেই। কর্মক্ষেত্রে যত স্মার্ট হওয়া যাবে তত দ্রুত পদোন্নতি ঘটবে। পর্যাপ্ত ঘুম স্বাস্থকর মস্তিষ্কের পূর্বশর্ত। যদি সৃজনশীল মন অথবা প্রখর স্মৃতিশক্তি পেতে চান,
তবে রাতে একটি ভাল ঘুম দিন। ৬ ঘন্টার কম ঘুম বেশিরভাগ মানুষেরই শরীরের চাহিদা পূরণ করতে পারে না। অর্থাৎ ৬-৯ ঘন্টার মধ্যেই ঘুম হওয়া উত্তম। পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্কের অনেক কোষ ধ্বংস হয়ে যায়। বিষয়টি কিন্তু সাংঘাতিক! কথা বলার সময় সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে চেষ্টা করুন, নিজের মাতৃভাষাকে ভালোভাবে আয়ত্বকরে শব্দভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করুন। বর্তমান ফ্যাশন অনুযায়ী পোশাক পরুন।

নতুন কিছু শিখলে আপনার বুদ্ধি এবং স্মার্টনেস্‌ দুটোই বাড়ে। আপনি যতো বেশি শিখবেন, জানবেন আপনার মস্তিষ্কের চর্চাও ততো বেশি হবে এবং এর কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যখন যেখানে থাকবেন তখন শুধু সেখানেই মোনযোগ রাখুন, আবার পরিবার বা বুন্ধু মহলে থাকা অবস্থায় তখন শুধু তাদের সাথেই সময় কাটান। আপনাকে অবশ্যই নিজের উপর আস্থা রাখুন, বিশ্বাস আনুন। একজন ব্যক্তিত্ববান মানুষই পারে অন্যের কৃতিত্বকে স্বীকৃতি দিতে। আপনার শরীর থেকে যেন কোন দুর্গন্ধ না বের হয়, সেদিকে খেয়াল রাখুন। লাজুক মানুষরা নতুন মানুষের সঙ্গে কথা বলা শুরু করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না।

ছোটদের স্নেহ দিন এবং বড়দের শ্রদ্ধা করুন। যে ব্যক্তি নিজের চেয়ে ছোট পদের ব্যক্তিদের সাথে ভালো আচরণ করেন না, তিনি কখোনোই একজন ভালোমানুষ হিসাবে গণ্য হতে পারেন না। খুব দামী পোশাক পরিধান করে সবসময় সেজেগুজে থাকলেই স্মার্টনেট আসবে তা কিন্তু নয়। শরীরের পোশাক যেমনই হোক, সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আয়ত্ব করুন শৃজনশীলভাবে কথা বলার অভ্যাস। আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে সাবলীলভাবে কথা বলতে পারেন তাহলে সকলে অবশ্যই আপনার কথার মূল্য দিতে বাধ্য থাকবেন।

আপনি অন্যের চোখ দিয়ে নিজের দিকে তাকান। তাইলেই বুঝা যাবে, কেমন হলে ভালো হয়। টিএসসি'তে একটা শুদ্ধ উচ্চারনের কোর্স করে নিতে পারেন। ৬০০-৭০০ টাকার কোর্স টা সত্যিই কাজের। শয়তান না হলে লিডার হওয়া যায় না।সব জায়গায় লিডার হওয়ার দরকার নাই। নিজের গোপন বিষয় কখন কার সাথে শেয়ার করবেন- ঠাণ্ডা মাথায় ভেবে নিজেই সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে পরে কী হতে পারে, তা নিয়ে একটু মাথা খাটালে ভালো হয়। দলাদলি থাকবেই। আপনি কৌশলে দলবাজি থেকে দূরে থাকুন। আব্রাহাম লিংকন এর মতে “পরাজয় মানে সমাপ্তি নয়,যাত্রা একটু দীর্ঘ হয় মাত্র”। বিজয়ীরা সবসময় যেকোনো সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত।

একজন লোক মেলায় লাল-নিল-সবুজ ইত্যাদি অনেক রঙয়ের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাসে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উড়তে দেখে উৎসাহী বাচ্চারা বেলুনগুলোর কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পরাতে বেলুনয়ালা মুখ ফিরিয়ে দেখল একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলেটি বলল “কালো রঙয়ের বেলুন কি আকাশে ঊরে?” বালকটির অত্যাধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, “বেলুন রঙয়ের জন্য আকাশে ঊরে না, বেলুনের ভিতরের গ্যাস বেলুনকে আকাশে উড়ায়”।
আমাদের জীবনেও একথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেইটাই প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করবে তা হল আমাদের মানসিকতা। আমরা যদি মানসিকতা ঠিক করে একটা সিন্ধান্তে উপনীত হই যে আমি ইহা পারবোই। তাহলে আপনি দেখবেন যে আপনি সেই কাজে সফল।

ব্যাক্তিত্ব হচ্ছে অভিজ্ঞতার ঝুলি, আর এই ঝুলিতে রয়েছে – আমরা প্রতিনিয়ত যা বলি, যা করি, যা অনুভব করি, যা ভাবি, যা আশা করি, যা বিশ্বাস করি; সাথে রয়েছে চলার পথে আমরা কোন পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেখাই সে সবকিছু। সোনা গলিয়ে অলংকার হয়। ধাতু পিটিয়ে পাত্র তৈরী হয়। পাথর কেটে মূতি গড়া হয়। তাই জীবনে যত কষ্ট পাবেন, ততই খাটিঁ ও দামী হবেন। মনোবিজ্ঞানীরা বলেন, ব্যক্তিত্ব তার স্বকীয় বংশগতি ও পরিবেশের যৌথ ফলাফল।

A brief definition would be that personality is made up of the characteristic patterns of thoughts, feelings and behaviors that make a person unique. In addition to this, personality arises from within the individual and remains fairly consistent throughout life.

Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxonn Health_Care :::

মানবদেহে জৈব রক্তের সঞ্চালন অব্যাহত রাখতে এই কৃত্রিম রক্ত ব্যবহারের পরিকল্পনা চলছে। মুমূর্ষু রোগীদের প্রাণহানি এড়ানো সম্ভব হবে। স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা তৈরির প্রচেষ্টায় গবেষকেরা ইতিমধ্যে সফল হয়েছেন।
তাঁদের পরনে সাদা পোশাক। মানুষের কৃত্রিম রক্ত ও হাড় তৈরির কাজে ব্যস্ত তাঁরা। শিল্পপ্রতিষ্ঠানে এমন উৎপাদন-প্রক্রিয়া জন্ম দিতে পারে ভীতিকর অনুভূতি। কারও কারও মনে হতে পারে এটি বিজ্ঞান কল্পকাহিনি। কিন্তু গবেষকদের দাবি, বাস্তবে একদিন এমনটিই দেখা যাবে, বাণিজ্যিকভাবে তৈরি হবে কৃত্রিম রক্ত।
মানুষের কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরিতে আধুনিক গবেষণায় অনেক সাফল্য এসেছে। একই সঙ্গে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারের সাহায্যে বিভিন্ন জিনিসের প্রতিরূপ উৎপাদন প্রযুক্তিরও অভাবনীয় বিকাশ ঘটেছে।
বিজ্ঞানীরা বলছেন, এই দুইয়ে মিলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মানুষের রক্ত ও হাড় উৎপাদন সম্ভব হবে—এমন ভাবনা অবান্তর বলে উড়িয়ে দেওয়ার সুযোগ কমে এসেছে। তবে বিপুল পরিমাণে কৃত্রিম রক্ত ও হাড় মানবদেহে প্রতিস্থাপনের পরীক্ষা চালানোর বিষয়টিকেই এগুলো উৎপাদনের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচনা করা হয়। স্টেম সেল থেকে তৈরি কৃত্রিম রক্ত ও অঙ্গপ্রত্যঙ্গ মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হলেই এসবের বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে।
যুক্তরাজ্যের একদল গবেষক সেই সম্ভাবনা জোরালো বলেই মনে করছেন। দেশটির ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় মানবদেহে কৃত্রিম রক্ত প্রতিস্থাপনের কাজ শুরু করেছেন গবেষক মার্ক টার্নার।
টার্নারের নেতৃত্বে একদল গবেষক ইতিমধ্যে তৈরি করেছেন মানবদেহে স্থানান্তরের উপযোগী লোহিত রক্তকণিকা। স্টেম সেল থেকে লোহিত রক্ত কণিকা তৈরিতে টার্নার একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন। এতে প্রথমে মানুষের শরীরের কোষ থেকে স্টেম সেল তৈরি করা হয়। মানবদেহের অনুরূপ জৈবরাসায়নিক বৈশিষ্ট্যের ওই স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা তৈরি করা হয়। টার্নার বলেন, মানবদেহের উপযোগী রক্ত তৈরির পরীক্ষা আগেও অনেক হয়েছে। তবে তাঁরা প্রথমবারের মতো মানুষের শরীরের জন্য নিরাপদ রক্ত তৈরি করতে সমর্থ হয়েছেন। এটি প্রয়োজনে মানুষের শরীর থেকে অপসারণ করা যাবে।
টার্নার ও তাঁর সহযোগীরা ২০১৬ অথবা ২০১৭ সালের শুরুতেই গবেষণাটি সম্পন্ন করার পরিকল্পনা করছেন। এই পরীক্ষায় তিনজন থ্যালাসেমিয়া রোগীর শরীরে কৃত্রিম রক্ত প্রতিস্থাপন করা হবে। পরে তাঁদের শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের শরীরে কিছুদিন পরপরই রক্ত পরিবর্তন করতে হয়।

টেলিগ্রাফ।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxonn Health_Care :::

ডিম্বাণু ও শুক্রাণুর মধ্যে প্রথম সংযোগের ঘটনাটি ডিম্বকোষের উপরিতলে একটি গুরুত্বপূর্ণ প্রোটিন অণুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অণুটি ডিম্বকোষকে একটি শুক্রাণুর সঙ্গে যুক্ত হয়ে নিষিক্ত ডিম্বাণু গঠনের সুযোগ করে দেয়। বিজ্ঞানীরা এবার ওই বিশেষ প্রোটিন অণুটি আবিষ্কার করেছেন।
সন্তান ধারণে অক্ষম নারীদের জন্য এবার সুখবর দিলেন বিজ্ঞানীরা। এতে গর্ভধারণের প্রথম ধাপে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিয়ন্ত্রণের পাশাপাশি নতুন ধরনের জন্মনিরোধক তৈরির পথও সুগম করতে পারে। যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্টের স্যাঙ্গার ইনস্টিটিউটের গবেষক গেভিন রাইট বলেন, বাবার শুক্রাণু ও মায়ের ডিম্বাণুতে বিদ্যমান প্রোটিনই গর্ভধারণের মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপ্রত্যাশিত বন্ধ্যাত্বের চিকিৎসায় এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাম তার জুনো
প্রোটিনটির নাম রাখা হয়েছে জুনো। আর শুক্রাণুতে এটির অনুরূপ আরেকটি প্রোটিনের নাম দেওয়া হয়েছে ইজুমো। গর্ভধারণের পরপরই ডিম্বাণুতে জুনো প্রোটিনের পরিমাণ দ্রুত হ্রাস পেতে থাকে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
নতুন জন্মনিরোধক
এই প্রোটিন আবিষ্কারের ফলে ডিম্বাণু বা শুক্রাণুর উৎপাদন অব্যাহত রেখেই কার্যকর নতুন ধরনের জন্মনিরোধক তৈরির সম্ভাবনার পথও সুগম হয়েছে।
১ গর্ভধারণের প্রথম পর্যায়
ইজুমো-ওয়ান নামের একটি প্রোটিন শুক্রাণুর আবরণে থাকে। এটি জুনো নামের অনুরূপ বৈশিষ্ট্যের একটি প্রোটিন চিহ্নিত করে সেটির সঙ্গে ডিম্বাণুর উপরিতলে যুক্ত হয়। তখন শুক্রাণুটি ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে এবং দুই সেট ক্রোমোজোম একসঙ্গে মিলে যায়। গর্ভনিষেকের প্রথম পর্বটি এভাবেই সম্পন্ন হয়।
২ নিষিক্ত ডিম্বাণুর সুরক্ষা

গর্ভনিষেক প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ডিম্বাণুর উপরিতলে অবশিষ্ট জুনো প্রোটিন বুদ্বুদের মতো বেরিয়ে আসে এবং কোষের বাইরের গুটিকায় রূপ নেয়। এতে অন্য শুক্রাণুগুলো ডিম্বাণুতে প্রবেশে বাধা পায় এবং গর্ভধারণ প্রক্রিয়া নির্বিঘ্ন হয়।

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in / www.gaxonn.blogspot.com
::: Thanks to visit on  Gaxonn :::


বিখ্যাত অভিধান অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে একটি শব্দের (siphon) অর্থ বা ব্যাখ্যায় ভুল ছিল। ৯৯ বছর পর সেটি পরিবর্তন করা হয়েছে। ভুলটি ২০১০ সালে প্রথম ধরা পড়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক স্টিফেন হিউজের চোখে। অভিধানে siphon শব্দের ব্যাখ্যা ছিল, ‘এটি একটি লম্বা নল। চারপাশের চাপের কারণে নলটির মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়।’ কিন্তু আসলে অভিকর্ষজ ত্বরণের কারণে নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়। হিউজ নতুন করে শব্দটির ব্যাখ্যা অভিধানভুক্ত করতে অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করেন। অবশেষে তাঁর অনুরোধে সাড়া দেয় প্রতিষ্ঠানটি। টাইমস অব ইন্ডিয়া।
::: Gaxon Technology News :::
With Windows 8, Microsoft wants one operating system that works well both on both desktop PCs and tablets. Google, meanwhile, has chosen Android as its tablet and smartphone interface while developing Chrome OS for laptops. So what happens when you put Android on a laptop with a touchscreen, like with the Lenovo Ideapad A10?

Not Quite Android
Many smartphone makers choose to put custom UI skins on Android. Usually, I’m not a fan of that. But on laptops, it’s a necessity. Android isn’t made for laptops, so to make it usable with this form factor, things need to change. Which is why Lenovo has introduced things like a custom dock which mimics the Windows Launch Superbar.
Android also needs a keyboard which steps away from the traditional Windows and Linux keyboards, with special buttons for common Android features like apps drawer, multi-tasking, etc.
to help us personalise your reading experience.
But the downside of all this is that these are, in the end, cosmetic changes—the limit of what a company can do without moving beyond the core challenges Android faces as a laptop OS.
Apps, Apps, Apps
The big problem for Android is that its apps are not made for use in a laptop or desktop setting, they are made with the intent of being touched. While some of them translate decently to a keyboard+mouse interface, they still don’t match up to what you would get on Windows. And this is especially found wanting in the quality of the programs.
No office suite, for example, matches up to what you get in Microsoft Office on Windows or Mac. Kingsoft Office and others are decent, but the mobile versions are not as robust as desktop alternatives. Try working with tables in the word processor or try a spreadsheet file with macros and the limitations of mobile office suites come to the fore.
Then there’s the complete lack of support for professional applications. Adobe Photoshop Touch or any other image-editing app on Android doesn’t hold a candle to their desktop counterparts.
But perhaps the most damaging thing for Android is that its mobile browsers aren’t as good as Chrome or Firefox on desktop. By default, these mobile browsers are set to load pages in mobile mode. With a few small hacks, you can set it so that the browser always fetches the desktop version of any website, but what makes Chrome and Firefox so great on desktop are the many extensions and plug-ins that make them a flawless interface to the internet. Without those, we might as well be using Internet Explorer, and that’s the same kind of limitation you feel when you use Chrome Mobile or Firefox Mobile on Android.
Bad Multi-tasking, Great Multimedia
The other thing that irks the Android laptop user is the lack of true multi-tasking. While floating windows have bridged the gap to an extent when compared to what you’d get on Windows or Linux, it’sstill not as good as the desktop operating systems.
Where Android does score is in its vast Play Store and all the goodies that brings. You have access to the full Google Play Music library of music, the Play Movies library of films and TV shows, and the Play Books library of novels and magazines. As a multimedia device, Android outshines Windows quite easily.
There’s also the added benefit of the Play Store and its collection of great casual games.
What Android Needs To Be A Laptop OS
So the question is, what would Android need to do to make it a great laptop operating system? The biggest thing missing, in my opinion, is bringing great desktop apps to this OS through the same Play Store. Just like you install Chrome for smartphones, there should be an option to install Chrome Desktop for the same touchscreen devices—this app, however, would need to be made for keyboard usage.
Apart from the apps front, a focus on true multi-tasking would be great, but that seems more unlikely. Instead, hardware manufacturers giving more RAM in Android laptops makes more sense, as features like floating windows take the brunt of turning Android into a desktop interface.
Finally, much like there are homescreen replacements for smartphones, it would be great if there were third-party apps or downloadable elements that customised your Android to be used for laptops rather than tablets—i.e. turn the focus from touch-based input to keyboard+mouse input.

As things stand today, however, Android is a long way away from incorporating these features. As such, it’s not yet ready to be a laptop operating system, so your choices are still limited to Windows, Linux, Mac and Google’s other operating system, Chrome OS.

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxon Technology News :::
An Israeli startup has developed a new smartphone battery that can recharge in just under 30 seconds.

The advance could change the way we interact with portable electronics, and perhaps even help realise the dream of a fast-charging electric car.
The battery by StoreDot claims to bring charge times down to the order of a few seconds.
The company produces so-called nanodots, chemically synthesised bio-organic peptide molecules that, thanks to their small size, improve electrode capacitance and electrolyte performance.
The result is batteries that can be fully charged in seconds rather than hours.
"In essence, we have developed a new generation of electrodes with new materials - we call it MFE - Multi Function Electrode," StoreDot CEO Doron Myersdorf told 'Gizmag'.
"On one side it acts like a supercapacitor (with very fast charging), and on the other is like a lithium electrode (with slow discharge). The electrolyte is modified with our nanodots in order to make the multifunction electrode more effective," Myersdorf said.
The company said that unlike other nanodot and quantum-dot technologies that are heavy metal based, making them toxic, its nanodots are made from a vast range of bio-organic raw materials that are environmentally-friendly.
These materials are also naturally abundant, and the nanodots employ a basic biological mechanism of self-assembly, making them cheap to manufacture.

Myersdorf said the technology could also be adapted to electric cars, by modifying the electrode so it could sustain higher currents and configuring a large number of cells in parallel.

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxon Technology News :::
আজ থেকে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির হালনাগাদ সেবা। এক যুগেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের আর কোনো হালনাগাদ দেবে না মাইক্রোসফট। আনুষ্ঠানিকভাবে উইন্ডোজের নতুন সংস্করণ ব্যবহারেরও পরামর্শ দিয়ে আসছিল বিশ্বখ্যাত এ সফটওয়্যার প্রতিষ্ঠান। মূলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এবং সাইবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে এক্সপি হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ, এক্সপির হালনাগাদ বন্ধ হলে অ্যান্টিম্যালওয়্যার সিস্টেমের সুবিধাগুলোও আর থাকবে না।
অনেক দিন ধরেই উইন্ডোজ এক্সপি থেকে পরবর্তী কোনো সংস্করণের অপারেটিং সিস্টেম হালনাগাদ করে নেওয়ার কথা পরামর্শ দিয়ে আসছে মাইক্রোসফট। আজ থেকে উইন্ডোজ এক্সপির নিরাপত্তার জন্য মাইক্রোসফট নিরাপত্তাবিষয়ক সফটওয়্যারের কোনো সংস্করণ আর পাওয়া যাবে না।

প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যেহেতু নিরাপত্তার বেশ কিছু দিক উন্মুক্ত হয়ে যাবে এবং মাইক্রোসফটও কোনো হালনাগাদ দেবে না, তাই এক্সপি থেকে উইন্ডোজের নতুন সংস্করণে হালনাগাদ করে ফেললে নিরাপদ থাকা যাবে। এ ছাড়া উইন্ডোজের নতুন সংস্করণগুলোতে আরও উন্নত সুবিধা, নিরাপত্তাব্যবস্থা ইত্যাদি বেশ সক্রিয় বলেও ব্যবহারকারীরা নিরাপদেই থাকবেন। যাঁরা এক্সপি থেকে নতুন সংস্করণে হালনাগাদ করতে চান, তাঁরা মাইক্রোসফটের ওয়েবসাইটে থাকা বিশেষ টিউটোরিয়াল দেখে নিতে পারেন। বিস্তারিত: http://windows.microsoft.com/en-us/eos। —মাইক্রোসফট

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Technology News :::
ধরুন ঘরের মাঝখানে কোনোরকম তারের সংযোগ ছাড়াই জ্বলছে একটি বৈদ্যুতিক বাতি। মনে হতে পারে বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়! আসলে তা নয়। ওয়াই-ফাইয়ের মতো তারবিহীন এক বিদ্যুত্ স্থানান্তরের প্রযুক্তিতে এই বাতিটি জ্বলছে।


বৈদ্যুতিক তারের কোনোরকম ব্যবহার ছাড়াই এক স্থান থেকে অন্যস্থানে বিদ্যুত্ প্রবাহের পদ্ধতি উন্নয়নে কাজ করছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান ওয়াইট্রিসিটি।

প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা কেটি হল সম্প্রতি জানিয়েছেন, ভবিষ্যতে হালের ওয়াই-ফাই প্রযুক্তির মতোই ঘর-বাড়িতে তারবিহীন প্রযুক্তির বিদ্যুত্ ব্যবস্থার প্রচলন শুরু হবে। এ ছাড়াও এই প্রযুক্তি নতুন ও উদ্ভাবনী চিকিত্সা যন্ত্রপাতি তৈরিতেও কাজে লাগানো সম্ভব। বার্তা সংস্থা সিএনএন সম্প্রতি ওয়াইট্রিসিটি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

কেটি হল জানিয়েছেন, ওয়াইট্রিসিটি মূলত ওয়্যারলেস ‘রেজোনেন্স’ বা তারবিহীন অনুনাদ প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই প্রযুক্তিতে বাতাসে বিদ্যুত্ ছড়িয়ে দেওয়ার পরিবর্তে বিশেষ চৌম্বক ক্ষেত্র তৈরি করে।

কেটি হল জানিয়েছেন, ওয়াইট্রিসিটি মূলত একটি ‘সোর্স রেজোনেটর’ বা বৈদ্যুতিক কয়েল তৈরি করে। এর সঙ্গে পাওয়ার যুক্ত করলে তা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এর কাছাকাছি যদি আরেকটি কয়েল আনা যায় তখন এটি থেকে বৈদ্যুতিক চার্জ উত্পন্ন হয়।

কেটি হল দাবি করেন, তারবিহীন বিদ্যুত্ স্থানান্তরের এই পদ্ধতিটি নিরাপদ। ওয়াই-ফাই রাউটার যেভাবে কাজ করে এ পদ্ধতিটিও সেই একইরকম।


কেটি হল আশা করছেন, ভবিষ্যতে তারবিহীন বিদ্যুত্ স্থানান্তর তারবিহীন ইন্টারনেট ব্যবহারের মতোই সহজ হবে। সব কিছু যদি ওয়াইট্রিসিটির পরিকল্পনা অনুযায়ী ঘটে, তবে মোবাইল ফোন পকেটে রেখেই তা চার্জ দেওয়া সম্ভব হবে, ল্যাপটপের জন্য আলাদা চার্জার লাগবে না, টেলিভিশনে কোনো তার যুক্ত করতে হবে না।

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Technology News :::
মোবাইল ফোন হবে আরও পাতলা, ইন্টারনেট চলবে এখনকার চেয়েও শতগুণ দ্রুতগতিতে আর এসবই সম্ভব হবে মোবাইল ফোনে ব্যবহূত একটিমাত্র উপাদানের কারণে। সম্প্রতি স্যামসাংয়ের গবেষকেরা এই ‘আশ্চর্য উপাদান’ আবিষ্কারের দাবি করেছেন। এ আশ্চর্য উপাদানটি তাঁরা পেয়েছেন গ্রাফিন থেকে। ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।


স্যামসাংয়ের গবেষকেরা দাবি করেছেন, তাঁরা এমন একটি প্রক্রিয়া আবিষ্কার করেছেন যাতে গ্রাফিন ব্যবহার করে ভবিষ্যতে তাঁদের তৈরি স্মার্টফোন আরও পাতলা ও টেকসই করা সম্ভব হবে। তাঁদের দাবি, তাঁদের উদ্ভাবিত প্রক্রিয়ায় একটি গ্রাফিন ক্রিস্টাল বিস্তৃত অঞ্চল পর্যন্ত এর বৈদ্যুতিক ও যান্ত্রিক শক্তি ধরে রাখতে পারে।

গ্রাফিনকে বিস্ময়কর উপাদান বলা হয়। যুক্তরাজ্যের গবেষকেদের তৈরি গ্রাফিন এমন একটি পদার্থ যা স্টিলের চেয়েও শক্তিশালী অথচ বিশ্বের সবচেয়ে পাতলা উপাদান। বিদ্যুত্ পরিবাহী হিসেবেও  গ্রাফিন চমত্কার।

গবেষকেরা বলেন, গ্রাফিন আসলে বহুরূপী মৌল কার্বনের একটি ভিন্ন অবস্থামাত্র। এটি অদূর ভবিষ্যতে বিশ্বকে আমূল বদলে দিতে যাচ্ছে বলেই মনে করছেন গবেষকেরা। ২০০৪ সালে আবিষ্কৃত গ্রাফিন বর্তমান বিশ্বে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সংবেদনশীল যন্ত্রাংশ, সৌরবিদ্যুত্ কোষ, ইন্টারনেটের গতি বৃদ্ধির প্রযুক্তি, চিকিত্সা প্রযুক্তিসহ কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহূত হচ্ছে। এর নমনীয়তা এবং শক্তিশালী উপাদান হিসেবে বিভিন্ন ইলেকট্রনিকস থেকে শুরু করে চিকিত্সার যন্ত্রপাতিতেও এটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তবে দুষ্প্রাপ্যতা এবং জটিল ও ব্যয়বহুল উত্পাদন পদ্ধতির কারণে গ্রাফিনের ব্যবহার সীমিত রয়েছে।


তবে ভবিষ্যতে তাঁদের তৈরি এই উপাদানটি কীভাবে পরিধেয় প্রযুক্তিপণ্য, স্মার্টফোনে কাজে লাগানো হবে সে বিষয়ে কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। তবে নতুন উপাদান সম্পর্কে জানিয়েছে, পরবর্তী প্রজন্মের নমনীয় ডিসপ্লে কিংবা পরিধেয় প্রযুক্তিপণ্যের জন্য এটা আদর্শ উপাদান।’

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Health Care :::
প্রখর রোদে অতিষ্ঠ জনজীবন। রোদের তাপে পুড়ে যায় ত্বক। বাইরে বেরোলেই যেন ঘেমে নেয়ে একাকার। এমন বিরূপ পরিবেশে ত্বক ও চুলের চাই বিশেষ যত্ন।
জেনে নিন তাঁর কিছু পরামর্শ—

 বাইরে বেরোলে ছাতা ব্যবহার করুন। ব্যবহার করতে পারেন সানস্ক্রিন ক্রিমও। এমন সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন, যার এসপিএফ ৩০-এর বেশি।
 এ সময় ঘাম হয় খুব বেশি, তাই ত্বক রাখতে হবে পরিষ্কার।
 তবে সাবান বা ফেসওয়াশ দিনে একবারের বেশি ব্যবহার না করাই ভালো।
এই সময়ে চুল ও ত্বকের যত্ন প্রসঙ্গে আরও কথা বলেছেন হারমনি স্পার আয়ুর্বেদ রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। তাঁর পরামর্শ হলো—
 এ সময় শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। তাই পর্যাপ্ত পানি পান করুন।
 তরমুজ, বাঙ্গি, বেলসহ অন্যান্য ফল খেতে হবে।
 এসব ফলের রসও চুল ও ত্বকের জন্য উপকারী। তাজা ফলমূল কিনে এনে বাড়িতেই সেগুলোর রস তৈরি করে নেওয়া ভালো।
 প্রতিদিন চুল ধুতে পারেন, তবে শ্যাম্পু ও কন্ডিশনার এক দিন পর পর লাগানো উচিত।
 মাসে অবশ্যই অন্তত দুইবার চুলে তেল লাগিয়ে রাখতে হবে। এটি চুলের ডিপ কন্ডিশনিংয়ের কাজ করবে।
 চুলে তেল লাগানোর আগে তেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে নিলে চুল খুশকিমুক্ত থাকবে।
রাহিমা সুলতানা জানিয়েছেন ত্বক ও চুলের যত্নে কিছু প্যাক তৈরির পদ্ধতি।

চুলের জন্য
 পাকা কলা, আমলকীর রস, মধু এবং মেথি গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। এটি একই সঙ্গে চুল নরম করবে এবং রোদে পুড়ে লালচে হয়ে যাওয়া থেকে বাঁচাবে।
 এই গরমে ঘৃতকুমারী (অ্যালোভেরা) মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে। আর এর পাশাপাশি এটি চুল পড়াও কমাবে। চুলে প্রথমে তেল লাগিয়ে নিন। তারপর এর রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে চুল পরিষ্কার করে ফেলুন।
 ঘৃতকুমারীর রস, মেথি গুঁড়া ও ত্রিফলা (আমলকী, হরীতকী ও বহেরা) একসঙ্গে মিশিয়েও প্যাক তৈরি করতে পারেন।
 তেলের সঙ্গে আমলকীর রস মিশিয়েও চুলে লাগাতে পারেন। এটিও চুলের জন্য বেশ উপকারী। আমলকীর রস ও নারকেল তেল একসঙ্গে জ্বাল দিয়ে সারা রাত লাগিয়ে রাখুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। এটি চুল পড়া কমাতে সাহায্য করবে।

ত্বকের যত্নে রাহিমা সুলতানা আরও কিছু প্যাক তৈরির পরামর্শ দিয়েছেন—
ত্বকের জন্য
 তরমুজ, লাল আতা, দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন।
 বাঙ্গি, দুধ, মধু ও লাল আতার সঙ্গে টকদই মিশিয়েও প্যাক তৈরি করতে পারেন।

সব ধরনের ত্বকের জন্য

প্যাক তৈরি করার জন্য হাতের কাছে তেমন কিছু না পেলেও শুধু তরমুজের রস তুলার সাহায্যে ত্বকে লাগাতে পারেন। এতে আপনার ত্বক ঠান্ডা থাকবে ও তা উজ্জ্বল দেখাবে। আর রোদে পোড়া ভাবও কমে আসবে।

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::

:::Gaxon Smart Phone :::
Price:- Rs. 12,300
By now, I’m sure you’ve heard everything there is to about the Moto G. After Motorola’s highly popular Defy, and the RAZR, the company just dropped off the radar once the Google acquisition took effect.  The Moto X was the first fruit of that union and today, we have the Moto G – a phone designed especially for emerging markets. This budget ‘Droid promises high-end specifications like most Chinese offerings in this price range, but with superior build and support that only seasoned OEMs are capable of delivering.



Design and Build
The Moto G isn’t a very striking phone. In fact, one could easily mistake it for a Micromax or XOLO when viewed upfront. However, it’s completely different feeling when you hold it. The Moto G sits snugly in your hand and the curved back makes for a very reassuring fit. At 4.5 inches, the phone is very manageable and comfortable in the pocket as well.

The rubberised back is interchangeable and you can even opt for a flip cover. The ‘Droid is a bit fat and slightly heavy but it’s nowhere near uncomfortable. We do feel there’s a lot of wasted space at the bottom though, since there aren’t any capacitive buttons.

The ports and buttons take their usual spot around the device. The buttons have good tactile feedback and are ergonomically placed. The back cover is removable, which lets you access the two SIM card slots. There is no expandable memory and the 2070mAh battery is non-removable.

The Moto G comes bundled with a charger and a headset. Oddly, the charger is not modular so you’ll have to buy a separate microUSB cable for transferring data. It’s a task to get the headset to stay in your ear and the audio quality is quite poor. Then again, this is a budget phone so we weren’t expecting much.


Features
The 4.5 IPS HD display is just what the doctor ordered. Colours are vivid and punchy and text is sharp thanks to the 326ppi density. There’s also Corning’s Gorilla Glass 3 for added protection. The Moto G has very good sensitivity and Android runs very smoothly on the phone. It’s mostly stock 4.3 Jelly Bean with a planned 4.4 KitKat update on the way.

Powering the Moto G is a Qualcomm Snapdragon 400 SoC. This quad-core CPU runs at 1.2GHz and there’s 1GB of RAM accompanying it. The RAM might seem a bit less nowadays but since there’s no skin, there’s nothing to slow it down. Apps open and close swiftly and even switching between them is quite seamless. The phone also fares well in the benchmarks.

Motorola has added a couple of their own apps and tweaks to enhance the user experience. ‘Assist’ lets you automate your ringing profile based on a predefined activity. For instance, you can set the phone to stop all notifications when you sleep and automatically turn them on when you wake up. The gallery app has also been tweaked a bit. The usual suite of Google apps is also bundled into the package.

Media
For media playback, we have the stock audio and video player. Instead, Motorola has added a ‘Audio Effects’ option in the settings menu which affects the earphones and the speaker as well. You have separate settings for the earphones and speaker, which is a thoughtful addition.

Since the Moto G doesn’t have a microSD card slot, you’re stuck with the 8GB or 16GB of onboard storage. The phone does support 1080p video playback however, even though it doesn’t record in it. There’s also FM radio on board.

We found the audio quality to be quite excellent when paired with good IEMs. The loud speaker doesn’t have the best quality but suffices for alerts.

Connectivity
The Moto G supports 3G as well as quad-band 2G. In addition, you also get Wi-Fi ‘n’, Bluetooth v4.0, USB host and GLONASS. We didn’t have any issue with the signal quality but the earpiece sounds a bit muddy and isn’t very clear. It never really caused an issue while on a call but the clarity could have been better.

Camera
The phone features a rear-facing 5MP camera and 1.3MP front-facing shooter. The primary shooter might see a bit low on resolution but the sensor is actually pretty good so pictures do turn out quite OK. In good lighting condition, you can get some pretty good macros too.




The UI is slightly re-designed and you have a pop-out carousel with all the options on it. Strangely, you don’t have the options for scene modes or the ability to change the resolution. The basics are all there though and the rest can be added in post.

Battery Life
The 2070mAh battery easily sailed through our 8-hour loop test with 25 percent to spare. During real world usage, we easily managed to get more than a day’s worth of usage.
Verdict and Price in India
The Moto G retails at Rs 12,499 for the 8GB and Rs 13,999 for the 16GB. This makes it the best, value-for-money offering under Rs 15,000 and quite possibly under Rs 20,000 as well. Sure, there are better spec’d handsets at this price but if given a choice, would you really pick an untested local brand over a seasoned OEM? Impressive specifications are no good if you don’t have regular software and firmware updates to add new features and iron out bugs.


The Moto G does many things right but it’s not without its shortcomings. Expandable memory and 1GB of RAM are possibly the only major drawbacks of this phone. When it comes to premium budget smartphones, the Moto G joins the ranks of the Lava Iris Pro 30 and Nokia Lumia 720. We highly recommend the Moto G to anyone looking for a very good smartphone under Rs 15,000.

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::
:::Gaxon Smart Phone :::
Price:- Rs. 21000
Love it or hate it, there’s no denying the fact that the Galaxy Grand Duos was a huge success for Samsung and is one of the phones that cemented the company’s place as the top player in the Indian market. The Grand 2 launched at a time when the sub-Rs 20,000 price segment wasn’t a terribly exciting place and offered features such as dual-band WI-Fi, GLONASS, Full HD video recording and a large display, which no one else did. The display panel was the Achilles heel of the Grand Duos, which created two factions of users – some who despised it and others who saw past this little flaw. Honestly, we didn’t think it was that terrible like most made it out to be but then that’s just us.


Exactly a year later, we have a follow up called the Galaxy Grand 2. The successor comes with the mandatory cosmetic facelift and few tweaks under the hood to keep all the right boxes ticked. Trouble is though, this segment isn’t what it was a year back. It’s extremely cut-throat and features like Full HD displays and 13MP cameras can be easily found. So, with a higher launch price than the Grand Duos and a few changes under the hood, does the Grand 2 have a place in this segment? Can it recreate the magic of its predecessor when you have tough competition from Lenovo, Nokia, Sony and Gionee?



Design and Build
If the Grand Duos looked a lot like the Galaxy S3, the Grand 2 (SM-G7102) is modelled around the Galaxy S4 and the Mega. It still weighs the same at 163g but is a tiny bit slimmer at 8.9mm. The phone is made predominantly of plastic and Samsung has shaved down the bezel quite a bit so the larger 5.2-inch display fits in a slightly smaller chassis.

The build quality is very good and the phone feels sturdy without any creaking plastic bits. The bezel also has a mosaic-like pattern on it, which is visible when light catches it. The back cover is treated with the same faux-leather texture and faux-stitching like the Note 3. The buttons and the edges have a heavy chrome trim, which is prone to scratches and wearing off easily.


The back cover snaps off easily, revealing the two SIM slots and a microSD card slot. We even have a chunkier 2600mAh battery which should give us better backup time. The rear speaker is decently loud for incoming calls but is quite muted when it comes to alert tones. Even after maxing out the notification volume, the most alert tones weren’t as loud as you’d expect them to be. Another issue is the lack of a notification light. This is a real problem since if you don’t hear you phone, there’s no way of knowing if you have a pending alert.

The ambient light sensor also seems to have just two settings – dim and bright. It doesn’t change as quickly as well so at times; you’re just waiting for the brightness to kick up a notch when you’re outdoors. The latter seems more like a firmware issue however.

Features
Speaking of which, there’s definitely some major bugs in the current firmware as we experienced very inconveniencing, sporadic slow-downs. This was a brand new retail unit that we unboxed so it’s not like it had been through a lot of wear and tear. When it works, it’s very smooth without any hitches. Every now and then though, the phone will just lock up and no amount of hitting the home or power key would make things right. It seems like a RAM management issue which is causing this. We hope Samsung fixes this in their future firmware update.

The display is a lot better than the Grand Duos thanks to the bumped up resolution. It’s a shame we have to deal with just a TFT panel but we’ve seen worse. Colours are fairly punchy and text and icons aren’t pixelated. Screen sensitivity is also good and we didn’t have any issues here.

The phone is powered by a quad-core Qualcomm Snapdragon 400 SoC and there’s 1.5GB of RAM accompanying it. In benchmarks, the SoC is a lot faster compared to the dual-core Broadcom chip in the Grand Duos. Both, AnTuTu and Quadrant posted some good numbers compared to its predecessor.

Android 4.3 gets a smattering of TouchWiz apps. The new Multi-window is also present and its nice to see support for more third party apps as well. There’s also S Voice, Group Play, Story Album, S Translator and a Voice Recorder.

Media
The music and video player are quite competent so you won’t need to look elsewhere for a better experience. The music player supports lyrics and you also get cool enhancements like Tube amp effect, Adapt sound, EQ presets and more. The video player supports most formats, including MKV.

There’s 8GB of onboard storage and you can further expand this by up to 64GB.

Connectivity
The Samsung Galaxy Grand 2 is a 3G and quad-band GSM phone. Other features from the Duos also make a comeback like dual-band Wi-Fi, Wi-Fi Direct, Bluetooth v4.0 and GLONASS. NFC is still missing and we’d really like to see an IR blaster as well, which I don’t think is asking for much. The new display definitely makes web browsing a more pleasant experience and web sites can be read more easily without having to zoom in too much. Call quality was also good although the speakerphone volume was rather weak.

Camera
It seems like the Grand 2 inherits the same 8MP snapper of the Grand Duos. This isn’t a bad thing considering the Grand did have a very good camera. The Grand 2 really excels when it comes to macro shots and we were surprised at the level of detail we were able to capture. That insect you see in the first image is no bigger than a small pea. We wished we had some sort of image stabilisation though, as it’s not easy capturing macros if your hands aren’t steady.
The UI is similar to the one found on the S4 and Note 3. You even get most of the same features. Dual shot was missing though.


Battery Life
The 2600mAh battery easily sailed through our 8-hour loop test with about 30 per cent to spare. With regular use, we easily managed to get by two days before having to charge it.

Verdict and Price in India
The Samsung Galaxy Grand 2 is officially available for Rs 24,890 but you can find it for it little lesser online and in most stores. Samsung is charging a Rs 4,000 premium over Grand Duos’s launch price and we feel this is too much for what’s on offer. If this was mid-2013 and the Grand 2 launched for this price, it would have been acceptable. But a year later, the Grand Duos has almost reached its EOL (End of Life) period, which is typically when we expect a refresh of sorts with mildly bumped up specifications for the same price. And the Grand 2 ticks all those boxes perfectly, except for the pricing. Samsung has also missed out on little details like putting a notification light or NFC even.


It’s an ever tougher sell when you consider the Lenovo Vibe X, which is superior in almost every respect, retailing for the same price. To sum up, the Grand 2 is a worthy upgrade to the Grand Duos but poor pricing, tough competition and lack of some crucial features might hurt its sales. At its current market price, you’re better off with the Lenovo Vibe X.

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।     

::: Thanks to visit on  Gaxonn :::