Search

Translate This Page in Any Language [ Break the Language ]

Showing posts with label Gaxon News. Show all posts
Showing posts with label Gaxon News. Show all posts

::: Gaxon Technology News :::

নিরেট দেয়ালের ওপাশে কী হচ্ছে, তা-ও জানা যাবে সহজেই।
ওয়াই-ফাই সংকেতযুক্ত নতুন একটি প্রযুক্তির সাহায্যে আড়ালের তথ্য সংগ্রহ করা যাবে। মার্কিন গবেষকেরা ওয়াই-ফাই সংকেত ব্যবহার করে রোবটের সাহায্যে নিরেট দেয়ালের অন্য পাশের দৃশ্য দেখার প্রযুক্তি উদ্ভাবন করেছেন....
::: Gaxonn Technology News :::

The Micromax Canvas 2 Colours also called the Micromax A120 is available for Rs. 8,650. It is powered by 1.3GHz quad core processor, camera quality is very good and you get 2 extra colourful back panels....
::: Gaxon Technology News & Blast :::

বিশেষ নোট:এই টিউনে বিবৃত তথ্য ব্যবহার করে আপনি যদি কোন প্রকার ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার দায়ভার শুধুই আপনার। আমি নিজেকে একজন Techno-Libertarian মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে অনলাইনের প্রতিটি তথ্য জানার নিরুঙ্কুশ স্বাধীনতা প্রতিটি ইউজারের রয়েছে। তাই এই টিউন শেয়ার করছি। যেটা করবেন নিজ দায়িত্বে করবেন। আমি বা Gaxon আপনার কোন প্রকার ক্ষতির জন্য দায়ী থাকব না।

হলিউডি ছবির ওই দৃশ্যের কথা মনে আছে যেখানে গডফাদার তার পোষা খুনীর সাথে কখনো মখোমুখি সাক্ষাত না করে এক অতি গোপন নেটওয়ার্কের......

::: Gaxon Inspired :::

জীবনে সফল হওয়ার জন্য স্মার্টনেসের বিকল্প নেই। কর্মক্ষেত্রে যত স্মার্ট হওয়া যাবে তত দ্রুত পদোন্নতি ঘটবে। পর্যাপ্ত ঘুম স্বাস্থকর মস্তিষ্কের পূর্বশর্ত। যদি সৃজনশীল মন অথবা প্রখর স্মৃতিশক্তি পেতে চান,
তবে রাতে একটি ভাল ঘুম দিন। ৬ ঘন্টার কম ঘুম বেশিরভাগ মানুষেরই শরীরের চাহিদা পূরণ করতে পারে না। অর্থাৎ ৬-৯ ঘন্টার মধ্যেই ঘুম হওয়া উত্তম। পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্কের অনেক কোষ ধ্বংস হয়ে যায়। বিষয়টি কিন্তু সাংঘাতিক! কথা বলার সময় সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে চেষ্টা করুন, নিজের মাতৃভাষাকে ভালোভাবে আয়ত্বকরে শব্দভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করুন। বর্তমান ফ্যাশন অনুযায়ী পোশাক পরুন।

নতুন কিছু শিখলে আপনার বুদ্ধি এবং স্মার্টনেস্‌ দুটোই বাড়ে। আপনি যতো বেশি শিখবেন, জানবেন আপনার মস্তিষ্কের চর্চাও ততো বেশি হবে এবং এর কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যখন যেখানে থাকবেন তখন শুধু সেখানেই মোনযোগ রাখুন, আবার পরিবার বা বুন্ধু মহলে থাকা অবস্থায় তখন শুধু তাদের সাথেই সময় কাটান। আপনাকে অবশ্যই নিজের উপর আস্থা রাখুন, বিশ্বাস আনুন। একজন ব্যক্তিত্ববান মানুষই পারে অন্যের কৃতিত্বকে স্বীকৃতি দিতে। আপনার শরীর থেকে যেন কোন দুর্গন্ধ না বের হয়, সেদিকে খেয়াল রাখুন। লাজুক মানুষরা নতুন মানুষের সঙ্গে কথা বলা শুরু করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না।

ছোটদের স্নেহ দিন এবং বড়দের শ্রদ্ধা করুন। যে ব্যক্তি নিজের চেয়ে ছোট পদের ব্যক্তিদের সাথে ভালো আচরণ করেন না, তিনি কখোনোই একজন ভালোমানুষ হিসাবে গণ্য হতে পারেন না। খুব দামী পোশাক পরিধান করে সবসময় সেজেগুজে থাকলেই স্মার্টনেট আসবে তা কিন্তু নয়। শরীরের পোশাক যেমনই হোক, সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আয়ত্ব করুন শৃজনশীলভাবে কথা বলার অভ্যাস। আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে সাবলীলভাবে কথা বলতে পারেন তাহলে সকলে অবশ্যই আপনার কথার মূল্য দিতে বাধ্য থাকবেন।

আপনি অন্যের চোখ দিয়ে নিজের দিকে তাকান। তাইলেই বুঝা যাবে, কেমন হলে ভালো হয়। টিএসসি'তে একটা শুদ্ধ উচ্চারনের কোর্স করে নিতে পারেন। ৬০০-৭০০ টাকার কোর্স টা সত্যিই কাজের। শয়তান না হলে লিডার হওয়া যায় না।সব জায়গায় লিডার হওয়ার দরকার নাই। নিজের গোপন বিষয় কখন কার সাথে শেয়ার করবেন- ঠাণ্ডা মাথায় ভেবে নিজেই সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে পরে কী হতে পারে, তা নিয়ে একটু মাথা খাটালে ভালো হয়। দলাদলি থাকবেই। আপনি কৌশলে দলবাজি থেকে দূরে থাকুন। আব্রাহাম লিংকন এর মতে “পরাজয় মানে সমাপ্তি নয়,যাত্রা একটু দীর্ঘ হয় মাত্র”। বিজয়ীরা সবসময় যেকোনো সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত।

একজন লোক মেলায় লাল-নিল-সবুজ ইত্যাদি অনেক রঙয়ের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাসে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উড়তে দেখে উৎসাহী বাচ্চারা বেলুনগুলোর কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পরাতে বেলুনয়ালা মুখ ফিরিয়ে দেখল একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলেটি বলল “কালো রঙয়ের বেলুন কি আকাশে ঊরে?” বালকটির অত্যাধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, “বেলুন রঙয়ের জন্য আকাশে ঊরে না, বেলুনের ভিতরের গ্যাস বেলুনকে আকাশে উড়ায়”।
আমাদের জীবনেও একথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেইটাই প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করবে তা হল আমাদের মানসিকতা। আমরা যদি মানসিকতা ঠিক করে একটা সিন্ধান্তে উপনীত হই যে আমি ইহা পারবোই। তাহলে আপনি দেখবেন যে আপনি সেই কাজে সফল।

ব্যাক্তিত্ব হচ্ছে অভিজ্ঞতার ঝুলি, আর এই ঝুলিতে রয়েছে – আমরা প্রতিনিয়ত যা বলি, যা করি, যা অনুভব করি, যা ভাবি, যা আশা করি, যা বিশ্বাস করি; সাথে রয়েছে চলার পথে আমরা কোন পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেখাই সে সবকিছু। সোনা গলিয়ে অলংকার হয়। ধাতু পিটিয়ে পাত্র তৈরী হয়। পাথর কেটে মূতি গড়া হয়। তাই জীবনে যত কষ্ট পাবেন, ততই খাটিঁ ও দামী হবেন। মনোবিজ্ঞানীরা বলেন, ব্যক্তিত্ব তার স্বকীয় বংশগতি ও পরিবেশের যৌথ ফলাফল।

A brief definition would be that personality is made up of the characteristic patterns of thoughts, feelings and behaviors that make a person unique. In addition to this, personality arises from within the individual and remains fairly consistent throughout life.

Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxonn Health_Care :::

মানবদেহে জৈব রক্তের সঞ্চালন অব্যাহত রাখতে এই কৃত্রিম রক্ত ব্যবহারের পরিকল্পনা চলছে। মুমূর্ষু রোগীদের প্রাণহানি এড়ানো সম্ভব হবে। স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা তৈরির প্রচেষ্টায় গবেষকেরা ইতিমধ্যে সফল হয়েছেন।
তাঁদের পরনে সাদা পোশাক। মানুষের কৃত্রিম রক্ত ও হাড় তৈরির কাজে ব্যস্ত তাঁরা। শিল্পপ্রতিষ্ঠানে এমন উৎপাদন-প্রক্রিয়া জন্ম দিতে পারে ভীতিকর অনুভূতি। কারও কারও মনে হতে পারে এটি বিজ্ঞান কল্পকাহিনি। কিন্তু গবেষকদের দাবি, বাস্তবে একদিন এমনটিই দেখা যাবে, বাণিজ্যিকভাবে তৈরি হবে কৃত্রিম রক্ত।
মানুষের কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরিতে আধুনিক গবেষণায় অনেক সাফল্য এসেছে। একই সঙ্গে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টারের সাহায্যে বিভিন্ন জিনিসের প্রতিরূপ উৎপাদন প্রযুক্তিরও অভাবনীয় বিকাশ ঘটেছে।
বিজ্ঞানীরা বলছেন, এই দুইয়ে মিলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মানুষের রক্ত ও হাড় উৎপাদন সম্ভব হবে—এমন ভাবনা অবান্তর বলে উড়িয়ে দেওয়ার সুযোগ কমে এসেছে। তবে বিপুল পরিমাণে কৃত্রিম রক্ত ও হাড় মানবদেহে প্রতিস্থাপনের পরীক্ষা চালানোর বিষয়টিকেই এগুলো উৎপাদনের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচনা করা হয়। স্টেম সেল থেকে তৈরি কৃত্রিম রক্ত ও অঙ্গপ্রত্যঙ্গ মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হলেই এসবের বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে।
যুক্তরাজ্যের একদল গবেষক সেই সম্ভাবনা জোরালো বলেই মনে করছেন। দেশটির ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় মানবদেহে কৃত্রিম রক্ত প্রতিস্থাপনের কাজ শুরু করেছেন গবেষক মার্ক টার্নার।
টার্নারের নেতৃত্বে একদল গবেষক ইতিমধ্যে তৈরি করেছেন মানবদেহে স্থানান্তরের উপযোগী লোহিত রক্তকণিকা। স্টেম সেল থেকে লোহিত রক্ত কণিকা তৈরিতে টার্নার একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন। এতে প্রথমে মানুষের শরীরের কোষ থেকে স্টেম সেল তৈরি করা হয়। মানবদেহের অনুরূপ জৈবরাসায়নিক বৈশিষ্ট্যের ওই স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকা তৈরি করা হয়। টার্নার বলেন, মানবদেহের উপযোগী রক্ত তৈরির পরীক্ষা আগেও অনেক হয়েছে। তবে তাঁরা প্রথমবারের মতো মানুষের শরীরের জন্য নিরাপদ রক্ত তৈরি করতে সমর্থ হয়েছেন। এটি প্রয়োজনে মানুষের শরীর থেকে অপসারণ করা যাবে।
টার্নার ও তাঁর সহযোগীরা ২০১৬ অথবা ২০১৭ সালের শুরুতেই গবেষণাটি সম্পন্ন করার পরিকল্পনা করছেন। এই পরীক্ষায় তিনজন থ্যালাসেমিয়া রোগীর শরীরে কৃত্রিম রক্ত প্রতিস্থাপন করা হবে। পরে তাঁদের শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের শরীরে কিছুদিন পরপরই রক্ত পরিবর্তন করতে হয়।

টেলিগ্রাফ।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxonn Health_Care :::

ডিম্বাণু ও শুক্রাণুর মধ্যে প্রথম সংযোগের ঘটনাটি ডিম্বকোষের উপরিতলে একটি গুরুত্বপূর্ণ প্রোটিন অণুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অণুটি ডিম্বকোষকে একটি শুক্রাণুর সঙ্গে যুক্ত হয়ে নিষিক্ত ডিম্বাণু গঠনের সুযোগ করে দেয়। বিজ্ঞানীরা এবার ওই বিশেষ প্রোটিন অণুটি আবিষ্কার করেছেন।
সন্তান ধারণে অক্ষম নারীদের জন্য এবার সুখবর দিলেন বিজ্ঞানীরা। এতে গর্ভধারণের প্রথম ধাপে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিয়ন্ত্রণের পাশাপাশি নতুন ধরনের জন্মনিরোধক তৈরির পথও সুগম করতে পারে। যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্টের স্যাঙ্গার ইনস্টিটিউটের গবেষক গেভিন রাইট বলেন, বাবার শুক্রাণু ও মায়ের ডিম্বাণুতে বিদ্যমান প্রোটিনই গর্ভধারণের মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপ্রত্যাশিত বন্ধ্যাত্বের চিকিৎসায় এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাম তার জুনো
প্রোটিনটির নাম রাখা হয়েছে জুনো। আর শুক্রাণুতে এটির অনুরূপ আরেকটি প্রোটিনের নাম দেওয়া হয়েছে ইজুমো। গর্ভধারণের পরপরই ডিম্বাণুতে জুনো প্রোটিনের পরিমাণ দ্রুত হ্রাস পেতে থাকে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
নতুন জন্মনিরোধক
এই প্রোটিন আবিষ্কারের ফলে ডিম্বাণু বা শুক্রাণুর উৎপাদন অব্যাহত রেখেই কার্যকর নতুন ধরনের জন্মনিরোধক তৈরির সম্ভাবনার পথও সুগম হয়েছে।
১ গর্ভধারণের প্রথম পর্যায়
ইজুমো-ওয়ান নামের একটি প্রোটিন শুক্রাণুর আবরণে থাকে। এটি জুনো নামের অনুরূপ বৈশিষ্ট্যের একটি প্রোটিন চিহ্নিত করে সেটির সঙ্গে ডিম্বাণুর উপরিতলে যুক্ত হয়। তখন শুক্রাণুটি ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে এবং দুই সেট ক্রোমোজোম একসঙ্গে মিলে যায়। গর্ভনিষেকের প্রথম পর্বটি এভাবেই সম্পন্ন হয়।
২ নিষিক্ত ডিম্বাণুর সুরক্ষা

গর্ভনিষেক প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ডিম্বাণুর উপরিতলে অবশিষ্ট জুনো প্রোটিন বুদ্বুদের মতো বেরিয়ে আসে এবং কোষের বাইরের গুটিকায় রূপ নেয়। এতে অন্য শুক্রাণুগুলো ডিম্বাণুতে প্রবেশে বাধা পায় এবং গর্ভধারণ প্রক্রিয়া নির্বিঘ্ন হয়।

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in / www.gaxonn.blogspot.com
::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Technology News :::
An Israeli startup has developed a new smartphone battery that can recharge in just under 30 seconds.

The advance could change the way we interact with portable electronics, and perhaps even help realise the dream of a fast-charging electric car.
The battery by StoreDot claims to bring charge times down to the order of a few seconds.
The company produces so-called nanodots, chemically synthesised bio-organic peptide molecules that, thanks to their small size, improve electrode capacitance and electrolyte performance.
The result is batteries that can be fully charged in seconds rather than hours.
"In essence, we have developed a new generation of electrodes with new materials - we call it MFE - Multi Function Electrode," StoreDot CEO Doron Myersdorf told 'Gizmag'.
"On one side it acts like a supercapacitor (with very fast charging), and on the other is like a lithium electrode (with slow discharge). The electrolyte is modified with our nanodots in order to make the multifunction electrode more effective," Myersdorf said.
The company said that unlike other nanodot and quantum-dot technologies that are heavy metal based, making them toxic, its nanodots are made from a vast range of bio-organic raw materials that are environmentally-friendly.
These materials are also naturally abundant, and the nanodots employ a basic biological mechanism of self-assembly, making them cheap to manufacture.

Myersdorf said the technology could also be adapted to electric cars, by modifying the electrode so it could sustain higher currents and configuring a large number of cells in parallel.

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxon Technology News :::
আজ থেকে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির হালনাগাদ সেবা। এক যুগেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের আর কোনো হালনাগাদ দেবে না মাইক্রোসফট। আনুষ্ঠানিকভাবে উইন্ডোজের নতুন সংস্করণ ব্যবহারেরও পরামর্শ দিয়ে আসছিল বিশ্বখ্যাত এ সফটওয়্যার প্রতিষ্ঠান। মূলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এবং সাইবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে এক্সপি হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ, এক্সপির হালনাগাদ বন্ধ হলে অ্যান্টিম্যালওয়্যার সিস্টেমের সুবিধাগুলোও আর থাকবে না।
অনেক দিন ধরেই উইন্ডোজ এক্সপি থেকে পরবর্তী কোনো সংস্করণের অপারেটিং সিস্টেম হালনাগাদ করে নেওয়ার কথা পরামর্শ দিয়ে আসছে মাইক্রোসফট। আজ থেকে উইন্ডোজ এক্সপির নিরাপত্তার জন্য মাইক্রোসফট নিরাপত্তাবিষয়ক সফটওয়্যারের কোনো সংস্করণ আর পাওয়া যাবে না।

প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যেহেতু নিরাপত্তার বেশ কিছু দিক উন্মুক্ত হয়ে যাবে এবং মাইক্রোসফটও কোনো হালনাগাদ দেবে না, তাই এক্সপি থেকে উইন্ডোজের নতুন সংস্করণে হালনাগাদ করে ফেললে নিরাপদ থাকা যাবে। এ ছাড়া উইন্ডোজের নতুন সংস্করণগুলোতে আরও উন্নত সুবিধা, নিরাপত্তাব্যবস্থা ইত্যাদি বেশ সক্রিয় বলেও ব্যবহারকারীরা নিরাপদেই থাকবেন। যাঁরা এক্সপি থেকে নতুন সংস্করণে হালনাগাদ করতে চান, তাঁরা মাইক্রোসফটের ওয়েবসাইটে থাকা বিশেষ টিউটোরিয়াল দেখে নিতে পারেন। বিস্তারিত: http://windows.microsoft.com/en-us/eos। —মাইক্রোসফট

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxon Technology News :::
ধরুন ঘরের মাঝখানে কোনোরকম তারের সংযোগ ছাড়াই জ্বলছে একটি বৈদ্যুতিক বাতি। মনে হতে পারে বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়! আসলে তা নয়। ওয়াই-ফাইয়ের মতো তারবিহীন এক বিদ্যুত্ স্থানান্তরের প্রযুক্তিতে এই বাতিটি জ্বলছে।


বৈদ্যুতিক তারের কোনোরকম ব্যবহার ছাড়াই এক স্থান থেকে অন্যস্থানে বিদ্যুত্ প্রবাহের পদ্ধতি উন্নয়নে কাজ করছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান ওয়াইট্রিসিটি।

প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা কেটি হল সম্প্রতি জানিয়েছেন, ভবিষ্যতে হালের ওয়াই-ফাই প্রযুক্তির মতোই ঘর-বাড়িতে তারবিহীন প্রযুক্তির বিদ্যুত্ ব্যবস্থার প্রচলন শুরু হবে। এ ছাড়াও এই প্রযুক্তি নতুন ও উদ্ভাবনী চিকিত্সা যন্ত্রপাতি তৈরিতেও কাজে লাগানো সম্ভব। বার্তা সংস্থা সিএনএন সম্প্রতি ওয়াইট্রিসিটি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

কেটি হল জানিয়েছেন, ওয়াইট্রিসিটি মূলত ওয়্যারলেস ‘রেজোনেন্স’ বা তারবিহীন অনুনাদ প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই প্রযুক্তিতে বাতাসে বিদ্যুত্ ছড়িয়ে দেওয়ার পরিবর্তে বিশেষ চৌম্বক ক্ষেত্র তৈরি করে।

কেটি হল জানিয়েছেন, ওয়াইট্রিসিটি মূলত একটি ‘সোর্স রেজোনেটর’ বা বৈদ্যুতিক কয়েল তৈরি করে। এর সঙ্গে পাওয়ার যুক্ত করলে তা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এর কাছাকাছি যদি আরেকটি কয়েল আনা যায় তখন এটি থেকে বৈদ্যুতিক চার্জ উত্পন্ন হয়।

কেটি হল দাবি করেন, তারবিহীন বিদ্যুত্ স্থানান্তরের এই পদ্ধতিটি নিরাপদ। ওয়াই-ফাই রাউটার যেভাবে কাজ করে এ পদ্ধতিটিও সেই একইরকম।


কেটি হল আশা করছেন, ভবিষ্যতে তারবিহীন বিদ্যুত্ স্থানান্তর তারবিহীন ইন্টারনেট ব্যবহারের মতোই সহজ হবে। সব কিছু যদি ওয়াইট্রিসিটির পরিকল্পনা অনুযায়ী ঘটে, তবে মোবাইল ফোন পকেটে রেখেই তা চার্জ দেওয়া সম্ভব হবে, ল্যাপটপের জন্য আলাদা চার্জার লাগবে না, টেলিভিশনে কোনো তার যুক্ত করতে হবে না।

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::

:::Gaxon Smart Phone :::
After launching the 6-inch Q2500 PocketPad, Xolo has quietly launched yet another phablet dubbed Q1010i with a 5-inch display. Priced at Rs 13,499, it is the successor to the recently launched Q1010 and has retained most of the specs. Besides the camera lens and onboard storage, it has retained the specs seen in the Q1010.


The highlight and major difference in the Q1010i is the Exmor R camera sensor from Sony. The 8-megapixel rear snapper gets a Sony Exmor R lens with f2.0 aperture and LED flash. One will also find a 2-megapixel front-facing camera.

Xolo Q1010i comes fitted with a 5-inch IPS display with 720×1280 pixels of resolution. It employs One Glass Solution display along with Asahi’s scratch resistant glass. Just like its predecessor, the Q1010i also comes with dual-SIM capabilities.

Under the hood, it is powered by a 1.3GHz quad-core MediaTek MTK 6582 processor and Mali 400 graphics, coupled with 1GB RAM. On the storage front, it gets an 8GB onboard storage that is expandable up to 32GB via microSD card. The connectivity options include Bluetooth 4.0, Wi-Fi and A-GPS capabilities.

It runs on rather older Android 4.2 Jelly Bean, upgradeable to Android 4.4 KitKat. All of this is fuelled by a 2250mAh battery that promises 9.7 hours of talktime and 685 hours of standby time on 3G.

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।                   www.gaxon.in / www.gaxonn.blogspot.com
::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxonn Technology News :::
সকালের তুলনায় বিকেলবেলা মানুষ মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নেয় বেশি। কারণ, ক্লান্তির কারণে দিনের এ সময় তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা এমনটিই দাবি করছেন। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

স্বেচ্ছাসেবকদের দুটি দলে ভাগ করে একটি কম্পিউটারনির্ভর খেলায় অংশ নিতে বলেন গবেষকেরা। এতে সাফল্যের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। সকালে ও বিকেলে খেলতে দিয়ে দেখা যায়, স্বেচ্ছাসেবকেরা সকালে সুষ্ঠুভাবে খেললেও বিকেলে প্রায়ই মিথ্যা বা প্রতারণামূলক কৌশলের আশ্রয় নেন। আরেকটি পরীক্ষায় ওই স্বেচ্ছাসেবকদের শব্দ ব্যবহারের একটি খেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এতে তাঁরা সকালবেলায় নৈতিকতা-সংশ্লিষ্ট বিভিন্ন শব্দ ব্যবহার করলেও বিকেলে অন্যান্য গতানুগতিক শব্দ ব্যবহার করেছেন। গবেষকেরা এর আগেও পৃথক একটি গবেষণায় দেখেছেন, বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের নৈতিকতাবোধ হ্রাস পায়। টেলিগ্রাফ।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxonn Technology News :::
মার্কিন গবেষকেরা সম্প্রতি গ্রাফিনি নামের বিশেষ উপাদান ব্যবহার করে এমন কম্পিউটার চিপ তৈরি করেছেন যাতে বিদ্যুৎ শক্তির পরিবর্তে আলো ব্যবহূত হয়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গ্রাফিনি নিয়ে গবেষণা করে ২০১০ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নোবেল পুরস্কার জিতেছিলেন। ২০০৪ সালে এক অণু পুরুত্বের এই কার্বন গ্রাফিনি আবিষ্কার করেছিলেন গবেষকেরা। গ্রাফিনিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালি উপাদান বলেন গবেষকেরা যা ইস্পাতের চেয়ে ৩০০ গুণ শক্তিশালী।
এমআইটি ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের সঙ্গে আইবিএমের গবেষকেরা মিলে গ্রাফিনি চিপ তৈরি করেছেন।
‘নেচার ফোটোনিকস’ সাময়িকীতে গবেষণা সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে।
ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের দাবি, গ্রাফিনি চিপ ব্যবহারে কম্পিউটারে বিদ্যুত্ খরচ কমবে এবং তাপ উত্পন্ন হবে না। এ ছাড়াও সাশ্রয়ী খরচে দ্রুতগতিসম্পন্ন গ্রাফিনি চিপ তৈরি করা যাবে।

অবশ্য, গ্রাফিনি চিপ তৈরির বিষয়টি একেবারে নতুন নয়। ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া মোবাইল ডিভাইসে গ্রাফিনি চিপ তৈরির বিষয়টি নিয়ে গবেষণা করছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউরোপিয়ান ইউনিয়ন  নকিয়াকে গ্রাফিনি চিপ নিয়ে গবেষণার জন্য ১৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।

::: Thanks to visit on  Gaxonn :::