Search

Translate This Page in Any Language [ Break the Language ]


ভারতের সবর্কালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার খেতাব অর্জন করা হিন্দি সিনেমা 'পিকে'র রিমেইক হতে যাচ্ছে তামিলে। শোনা যাচ্ছে, দক্ষিণের 'পিকে' হিসেবে দেখা যাবে কমল হাসানকে।
প্রযোজনা সংস্থা জেমিনি ফিল্ম সার্কিট কিনে নিয়েছে সিনেমাটির সত্ত্ব। এই প্রযোজনা সংস্থাই এর আগে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমা 'মুন্নাভাই এমবিবিএস' এবং 'থ্রি ইডিয়টস'-এর রিমেইক করেছে। দক্ষিণে সিনেমাগুলো মুক্তি.....
পেয়েছিল যথাক্রমে 'ভাসুল রাজা এমবিবিএস' এবং 'নানবান' নামে। তবে 'পিকে' কি নামে মুক্তি পাচ্ছে তা এখনও নির্ধারিত হয়নি।

এক সূত্র বলছে, "জেমিনি ফিল্ম সার্কিট সিনেমাটি রিমেইকের সত্ত্ব কিনে নিয়েছে এবং আশা করা হচ্ছে কমল হাসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। জেমিনি ইতোমধ্যে হিরানির দুটি সিনেমা রিমেইক করেছে এবং 'পিকে'ও তাদের দারুণ মুগ্ধ করেছে।"

সিনেমাটির পরিচালক কে হবেন তাও এখনও নির্ধারিত হয়নি। তবে অন্য কলাকুশলীর ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।

সুত্রটি আরও জানায়, "কমল স্যারই পরিচালক ঠিক করবেন। তিনি নিজেও পরিচালনা করতে পারেন।"

২০১৪ সালের শেষে মুক্তি পাওয়া 'পিকে'তে এক ভিনগ্রহবাসীর চরিত্রে অভিনয় করেন আমির খান। সিনেমায় আরও অভিনয় করেন আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, বোমান ইরানি এবং সুশান্ত সিং রাজপুত।

এদিকে চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং উনিশবার ফিল্মফেয়ারজয়ী কমল হাসান এখন ব্যস্ত তার নতুন তামিল সিনেমা 'উত্তামা ভিলেইন' এবং 'পাপানাসাম' নিয়ে।

0 comments:

Post a Comment

Please.. Give Us to a Chance For Better Service... Gaxon
Leave a Comment...