Search

Translate This Page in Any Language [ Break the Language ]

Showing posts with label Internet. Show all posts
Showing posts with label Internet. Show all posts

::: Gaxon Technology News :::

কোনো কোনো ঘটনা আমাদের এত বেশি নাড়া দেয় যে সেটি অন্যকে তাৎক্ষণিকভাবে না বলে পারা যায় না। অথবা সেই ঘটনাটি কোনো ব্যক্তি সম্পর্কে এতটাই মানহানিকর যে সেটি সহজে বিশ্বাস হয় না। তাই ব্যাপারটা আসলে গুজব না সত্যি, তা যাচাইয়ের জন্য হলেও অন্যকে বলতে হয়....
::: Gaxon Health_Care :::

দৈনিক তিনঘণ্টা বা তারও বেশি সময় টিভি দেখা অকাল মৃত্যু ডেকে আনতে পারে বলেই জানাচ্ছেন গবেষকরা।
তারা বলছেন, যারা দৈনিক তিন ঘণ্টার কম সময় টিভি দেখেন তাদের তুলনায় তিনঘণ্টা বা তার চেয়ে বেশি সময় ধরে টিভি দেখা মানুষদের অকালে মারা যাওয়ার আশঙ্কা দ্বিগুণ বেশি।
::: Gaxon Inspired :::

ভালোবাসা মানে কেবল কারও প্রেমে পড়া নয়, ভালোবাসা মানে জেগে ওঠা, জীবনকে নতুন করে সাজাতে ঘুরে দাঁড়ানোও। জার্মান মনোবিজ্ঞানীরা বলছেন, একটা রোমান্টিক সম্পর্ক তরুণ-তরুণীদের নেতিবাচক আবেগ কমায় এবং....
::: Gaxon Technology News :::

নিজেদের সাইটে ক্রাউডফান্ডিং প্রক্রিয়া যোগ করছে ইউটিউব। বৃহস্পতিবার গুগল মালিকানাধীন প্রতিষ্ঠানটি ভিডকনে জানিয়েছে ‘ফ্যান ফান্ডিং’ নামে তারা একটি ক্রাউডফান্ডিং প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে....

::: Gaxon Health_Care :::


নিজের চেহারা সুন্দর দেখাতে ৪০ জন বিশেষজ্ঞ নিয়োগ! নিজের ছবিতে সৌন্দর্য ফুটিয়ে তুলতে এস্থার হোনিগ নামের এক নারী সাংবাদিক সম্প্রতি ৪০ জন ফ্রিল্যান্স ফটোশপ বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি কতটা সুন্দর হয়েছে?

কথায় বলে, ‘যার নয়নে যারে লাগে ভালো’.....
::: Gaxon Technology News :::

সাইবেরিয়ার একটি গুহা থেকে পাওয়া গেছে সভ্যতার শুরুর দিকের মানুষের দেহাবশেষ। ওই দেহাবশেষ বিশ্লেষণ করে গবেষকরা বলছেন সম্ভবত হোমো ইরেকটাস নামে আরও একটি ‘রহস্যময় প্রজাতি’ ছিল। তারা ধারণা করছেন, হোমো ইরেকটাস এশিয়া ও ইউরোপে অন্তত ১০ লাখ বছর আগে ছিল....
::: Gaxon Technology News :::

ইন্টারনেট টাইম বা অনলাইনে থাকার সময়টার ৬০ শতাংশই এখন মোবাইল কেন্দ্রিক। মোবাইল থেকে অনলাইনে আসার পর সবাই এখন বেশি সময় কাটাচ্ছেন অ্যাপস নিয়ে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে.....
ভারতে নারীদের আত্মরক্ষায় রিভলবার ও টেলি অ্যালার্ম ডিভাইসের পর এবার ধর্ষণবিরোধী জিনস, জুতো ও অন্তর্বাস বাজারে এসেছে। উত্তর প্রদেশ ও চন্ডিগড় রাজ্যের সাত ছাত্রী এগুলো তৈরি করেছে।

উত্তর প্রদেশের বারানসি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী রিজুল পাণ্ডে ও শালিনী যাদব বিশেষ এক ধরনের জুতো তৈরি করেছেন....
::: Gaxon Technology News & Blast :::

বিশেষ নোট:এই টিউনে বিবৃত তথ্য ব্যবহার করে আপনি যদি কোন প্রকার ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার দায়ভার শুধুই আপনার। আমি নিজেকে একজন Techno-Libertarian মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে অনলাইনের প্রতিটি তথ্য জানার নিরুঙ্কুশ স্বাধীনতা প্রতিটি ইউজারের রয়েছে। তাই এই টিউন শেয়ার করছি। যেটা করবেন নিজ দায়িত্বে করবেন। আমি বা Gaxon আপনার কোন প্রকার ক্ষতির জন্য দায়ী থাকব না।

হলিউডি ছবির ওই দৃশ্যের কথা মনে আছে যেখানে গডফাদার তার পোষা খুনীর সাথে কখনো মখোমুখি সাক্ষাত না করে এক অতি গোপন নেটওয়ার্কের......
::: Gaxon Technology News :::

অ্যান্ড্রয়েডে ঢুকে পড়ছে ভয়ংকর এক ড্যান্ড্রয়েড! অ্যান্ড্রয়েড হচ্ছে গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম কিন্তু ড্যান্ড্রয়েড কী? এই ড্যান্ড্রয়েড হচ্ছে মারাত্মক এক ভাইরাস, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে আক্রান্ত করে অ্যান্ড্রয়েডের ছদ্মবেশেই।

অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ব্যবহারকারীর অজান্তে অপরিচিতের নম্বরে ফোন কল, বার্তা পাঠানো, কিংবা অ্যাপ্লিকেশন ডাউনলোড, হঠাত্ মোবাইল ডেটার ব্যবহার বেড়ে যাওয়া, দ্রুত ব্যালেন্স শেষ হওয়ার জন্য দায়ী হতে পারে এই ড্যান্ড্রয়েড। ভারতীয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এই ড্যান্ড্রয়েড বিষয়ে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।

কম্পিউটার ইমারজেন্সি রেসপনস টিম অফ ইন্ডিয়ার (সিইআরটি-ইন) গবেষকেরা অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছেন, অ্যান্ড্রয়েডের জটিল ভাইরাস ড্যান্ড্রয়েড আক্রমণ করলে স্মার্টফোনের নিয়ন্ত্রণ পুরোপুরি হারাতে হতে পারে। মারাত্মক ‘ট্রোজান’ পরিবারের এই ভাইরাসটি একবার সক্রিয় হয়ে গেলে স্মার্টফোনের কমান্ড ও কন্ট্রোল সার্ভার নিয়ন্ত্রণ নেয় এবং ব্যক্তিগত বার্তা আদান-প্রদানে প্রতিবন্ধকতা তৈরি করে।

গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, ড্যান্ড্রয়েড এতটাই সূক্ষ্ম ছদ্মবেশী ভাইরাস যে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সঙ্গে এর অমিল খুঁজে পাওয়া শক্ত। এই ভয়ংকর সফটওয়্যারটি ইনস্টল হলে সাইবার দুর্বৃত্তরা দূরে বসেই স্মার্টফোনের নিয়ন্ত্রণ রাখতে পারে।

ড্যান্ড্রয়েড ইনস্টল হলে সাইবার দুর্বৃত্তরা সহজেই কল লগ মুছে দেওয়া, কমান্ড পরিবর্তন করে দেওয়া, যেকোনো নম্বরে কল করা বা বার্তা পাঠানো, ওয়েব পেজ খোলা, কল রেকর্ড করা কিংবা অডিও রেকর্ড, দূরে বসে ছবি বা ভিডিও আপলোড, লাইক দেওয়া কিংবা নতুন অ্যাপ্লিকেশন খোলার মতো কাজ করতে সক্ষম হয়।

স্মার্টফোন থেকে অগোচরে অর্থ গায়েব হয়ে যাচ্ছে কিনা বা ব্যবহারকারীর অগোচরে স্মার্টফোনে ডাটা ব্যবহার হচ্ছে কিনা তা খেয়াল করে ড্যান্ড্রয়েড নিয়ে সতর্ক থাকতে বলেছেন গবেষকেরা।

ড্যান্ড্রয়েড প্রতিরোধে অপরিচিত ও অবিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে নিষেধ করেছেন তাঁরা।

গবেষকেরা পরামর্শ দিয়েছেন, কেবল উত্স নিশ্চিত হয়ে এবং পরিচিত প্ল্যাটফর্ম থেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। ড্যান্ড্রয়েড আক্রমণ হলে মোবাইল সিকিউরিটি সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস ব্যবহার করে পুরো সিস্টেম স্ক্যান করুন। কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে আপনার অনুমতি চাওয়া হচ্ছে কিনা তা খেয়াল করুন এবং অনুমতি দেওয়ার আগে অ্যাপসটির উত্স সম্পর্কে নিশ্চিত হন।

ভারতের সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির গবেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোন থেকে ব্রাউজ করার সময় বিভিন্ন লিংকে ক্লিক করার বিষয়ে সচেতন থাকুন। যেকোনো লিংক নিশ্চিত না হয়ে ক্লিক করবেন না। অ্যান্ড্রয়েডের আপডেট বা প্যাচ ইনস্টল করার সময় তার উত্স সম্পর্কে জানুন এবং  ডিভাইস এনক্রিপশন ব্যবহার করুন।


স্মার্টফোনের ব্যাটারির চার্জ কত দ্রুত শেষ হচ্ছে, মোবাইল বিল বাড়ছে কি না বা ডেটা ব্যবহার অস্বাভাবিক হচ্ছে কিনা খেয়াল রাখার পরামর্শও দিচ্ছেন গবেষকেরা। ড্যান্ড্রয়েড থেকে সুরক্ষায় অনিরাপদ ও অপরিচিত ওয়াই-ফাই নেটওয়ার্কে মোবাইল থেকে ব্রাউজ করার সময়ও সতর্ক থাকতে হবে।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxon Technology News :::

নতুন নকশা আর নতুন নতুন ফিচারে ফায়ারফক্স ব্রাউজারকে সাজালো মজিলা। ডেস্কটপ ওয়েব ব্রাউজারের ২৯তম সংস্করণটিকে প্রায় এক হাজার ৩০০ পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।
মজিলার দাবি, নতুন সংস্করটিতে কাস্টমাইজ করার নানা সুবিধা যুক্ত হয়েছে। এতে এসেছে নতুন মেনু ও ফায়ারফক্স অ্যাকাউন্টের মাধ্যমে নতুন সিনক্রোনাইজ সুবিধা।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গুগলের ক্রোম ব্রাউজারের অনুকরণে মোজিলার ফায়ারফক্স ব্রাউজারটিকে সাজানো হয়েছে। গুগলের ইন্টারফেসের মতো করা হয়েছে ফায়ারফক্সের ইন্টারফেসকে। 

এতে টাচসুবিধার
পণ্যগুলোতেও ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারের সুবিধা হবে।মজিলা ফায়ারফক্স স্টার্ট পেজ
মজিলা দাবি করেছে, ব্রাউজার অভিজ্ঞতাকে আরও উন্নত করতেই নতুন করে সাজানো হয়েছে ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণটিকে।
ফায়ারফক্সের নতুন মেনুতে  ‘কাস্টমাইজ’ টুল থাকবে যাতে ব্যবহারকারীরা নতুন ফিচার যুক্ত করা বা অ্যাড অন যুক্ত করার সুবিধা পাবেন। ফায়ারফক্স সিনক্রোনাইজেশনের মাধ্যমে অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যেও ব্রাউজিং হিস্টোরিতে অ্যাকসেস সুবিধা, পাসওয়ার্ড সংরক্ষণ, বুকমার্ক করা বা নতুন ট্যাব খুলতে সুবিধা থাকবে।

মজিলা জানিয়েছে, ফায়ারফক্স ২৯ সংস্করণে আরও সহজ বুকমার্ক সুবিধা থাকবে। এই সংস্করণটিতে সর্বমোট এক হাজার ৩০০টি পরিবর্তন এসেছে। এই ব্রাউজারটি ওয়েবআরটিসি সমর্থন করে যাতে ব্রাউজারের মাধ্যমে ভিডিও কল বা অন্যান্য ফাইল শেয়ার করার সুবিধা থাকবে।

Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki, Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxon Technology News :::
With Windows 8, Microsoft wants one operating system that works well both on both desktop PCs and tablets. Google, meanwhile, has chosen Android as its tablet and smartphone interface while developing Chrome OS for laptops. So what happens when you put Android on a laptop with a touchscreen, like with the Lenovo Ideapad A10?

Not Quite Android
Many smartphone makers choose to put custom UI skins on Android. Usually, I’m not a fan of that. But on laptops, it’s a necessity. Android isn’t made for laptops, so to make it usable with this form factor, things need to change. Which is why Lenovo has introduced things like a custom dock which mimics the Windows Launch Superbar.
Android also needs a keyboard which steps away from the traditional Windows and Linux keyboards, with special buttons for common Android features like apps drawer, multi-tasking, etc.
to help us personalise your reading experience.
But the downside of all this is that these are, in the end, cosmetic changes—the limit of what a company can do without moving beyond the core challenges Android faces as a laptop OS.
Apps, Apps, Apps
The big problem for Android is that its apps are not made for use in a laptop or desktop setting, they are made with the intent of being touched. While some of them translate decently to a keyboard+mouse interface, they still don’t match up to what you would get on Windows. And this is especially found wanting in the quality of the programs.
No office suite, for example, matches up to what you get in Microsoft Office on Windows or Mac. Kingsoft Office and others are decent, but the mobile versions are not as robust as desktop alternatives. Try working with tables in the word processor or try a spreadsheet file with macros and the limitations of mobile office suites come to the fore.
Then there’s the complete lack of support for professional applications. Adobe Photoshop Touch or any other image-editing app on Android doesn’t hold a candle to their desktop counterparts.
But perhaps the most damaging thing for Android is that its mobile browsers aren’t as good as Chrome or Firefox on desktop. By default, these mobile browsers are set to load pages in mobile mode. With a few small hacks, you can set it so that the browser always fetches the desktop version of any website, but what makes Chrome and Firefox so great on desktop are the many extensions and plug-ins that make them a flawless interface to the internet. Without those, we might as well be using Internet Explorer, and that’s the same kind of limitation you feel when you use Chrome Mobile or Firefox Mobile on Android.
Bad Multi-tasking, Great Multimedia
The other thing that irks the Android laptop user is the lack of true multi-tasking. While floating windows have bridged the gap to an extent when compared to what you’d get on Windows or Linux, it’sstill not as good as the desktop operating systems.
Where Android does score is in its vast Play Store and all the goodies that brings. You have access to the full Google Play Music library of music, the Play Movies library of films and TV shows, and the Play Books library of novels and magazines. As a multimedia device, Android outshines Windows quite easily.
There’s also the added benefit of the Play Store and its collection of great casual games.
What Android Needs To Be A Laptop OS
So the question is, what would Android need to do to make it a great laptop operating system? The biggest thing missing, in my opinion, is bringing great desktop apps to this OS through the same Play Store. Just like you install Chrome for smartphones, there should be an option to install Chrome Desktop for the same touchscreen devices—this app, however, would need to be made for keyboard usage.
Apart from the apps front, a focus on true multi-tasking would be great, but that seems more unlikely. Instead, hardware manufacturers giving more RAM in Android laptops makes more sense, as features like floating windows take the brunt of turning Android into a desktop interface.
Finally, much like there are homescreen replacements for smartphones, it would be great if there were third-party apps or downloadable elements that customised your Android to be used for laptops rather than tablets—i.e. turn the focus from touch-based input to keyboard+mouse input.

As things stand today, however, Android is a long way away from incorporating these features. As such, it’s not yet ready to be a laptop operating system, so your choices are still limited to Windows, Linux, Mac and Google’s other operating system, Chrome OS.

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxon Technology News :::
ধরুন ঘরের মাঝখানে কোনোরকম তারের সংযোগ ছাড়াই জ্বলছে একটি বৈদ্যুতিক বাতি। মনে হতে পারে বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়! আসলে তা নয়। ওয়াই-ফাইয়ের মতো তারবিহীন এক বিদ্যুত্ স্থানান্তরের প্রযুক্তিতে এই বাতিটি জ্বলছে।


বৈদ্যুতিক তারের কোনোরকম ব্যবহার ছাড়াই এক স্থান থেকে অন্যস্থানে বিদ্যুত্ প্রবাহের পদ্ধতি উন্নয়নে কাজ করছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান ওয়াইট্রিসিটি।

প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা কেটি হল সম্প্রতি জানিয়েছেন, ভবিষ্যতে হালের ওয়াই-ফাই প্রযুক্তির মতোই ঘর-বাড়িতে তারবিহীন প্রযুক্তির বিদ্যুত্ ব্যবস্থার প্রচলন শুরু হবে। এ ছাড়াও এই প্রযুক্তি নতুন ও উদ্ভাবনী চিকিত্সা যন্ত্রপাতি তৈরিতেও কাজে লাগানো সম্ভব। বার্তা সংস্থা সিএনএন সম্প্রতি ওয়াইট্রিসিটি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।

কেটি হল জানিয়েছেন, ওয়াইট্রিসিটি মূলত ওয়্যারলেস ‘রেজোনেন্স’ বা তারবিহীন অনুনাদ প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই প্রযুক্তিতে বাতাসে বিদ্যুত্ ছড়িয়ে দেওয়ার পরিবর্তে বিশেষ চৌম্বক ক্ষেত্র তৈরি করে।

কেটি হল জানিয়েছেন, ওয়াইট্রিসিটি মূলত একটি ‘সোর্স রেজোনেটর’ বা বৈদ্যুতিক কয়েল তৈরি করে। এর সঙ্গে পাওয়ার যুক্ত করলে তা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এর কাছাকাছি যদি আরেকটি কয়েল আনা যায় তখন এটি থেকে বৈদ্যুতিক চার্জ উত্পন্ন হয়।

কেটি হল দাবি করেন, তারবিহীন বিদ্যুত্ স্থানান্তরের এই পদ্ধতিটি নিরাপদ। ওয়াই-ফাই রাউটার যেভাবে কাজ করে এ পদ্ধতিটিও সেই একইরকম।


কেটি হল আশা করছেন, ভবিষ্যতে তারবিহীন বিদ্যুত্ স্থানান্তর তারবিহীন ইন্টারনেট ব্যবহারের মতোই সহজ হবে। সব কিছু যদি ওয়াইট্রিসিটির পরিকল্পনা অনুযায়ী ঘটে, তবে মোবাইল ফোন পকেটে রেখেই তা চার্জ দেওয়া সম্ভব হবে, ল্যাপটপের জন্য আলাদা চার্জার লাগবে না, টেলিভিশনে কোনো তার যুক্ত করতে হবে না।

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।

::: Thanks to visit on  Gaxonn :::

:::Gaxon Smart Phone :::
The Elife E6 was a huge hit for Gionee and marked the company’s official entry into the premium smartphones category in India. Coupled with a glitzy launch affair, India finally took notice of an otherwise unknown smartphone maker trying to make a name for itself. The launch of the Elife E7 was an even grander affair and rightfully so since this is Gionee’s answer to high-end droids from big name companies but with a very affordable price tag.


Gionee is talking up the camera capabilities of the E7, as it happens to be the second Android phone in India with a 16MP primary sensor (the first being the Samsung Galaxy S4 zoom).


Design and Build
The E7 follows a completely new design philosophy compared to the E6. The monolithic design consists of a unibody, polycarbonate shell that’s available in a variety of colours. We’re not terribly fond of the glossy finish as it’s a nightmare to keep clean. Thankfully, it doesn’t attract fingerprints as much as you’d expect.
The placement of the buttons isn’t too great either as the power sits right on the top, which is inconvenient to reach considering it’s a 5.5-inch display. The phone is incredibly slim and light though and it won’t weigh you down in your pocket.
We have capacitive buttons in the front along with an 8MP front-facing camera. There are two symmetrical grills at the bottom for the speaker and microphone. Around the back, is the brand new 16MP camera sensor from OmniVision. There isn’t a Xenon flash however, which is a sad considering a you’d expect the best flash technology in a phone designed for photography.
Overall, the E7 is a well-crafted handset and has premium written all over it. The design leaves a lot to be desired however as it doesn’t really stand out in any way. Also, at 5.5-inches, it can be quite cumbersome to use.

Features
The Elife E7 features a 5.5-inch, Full HD display. The IPS panel does a great job at delivering lively colours and sharp text. Viewing angles and sunlight legibility are also pretty good.
Like the E6, the E7 also features Gionee’s heavily customised version of Android 4.2.2, which, in a nutshell, is a complete nightmare to use. It’s hard to use it for more than a couple of days without risking losing your sanity. All apps are displayed on the home screen and the redesigned, oversized icons mean it’s hard to spot the app you’re looking for. There’s no option to have homescreen widgets here, which is really annoying. The experience is a bit smoother than it was on the E6, I’ll give it that much. But it’s terrible nonetheless.

The E7 also comes with some ‘Smart Gestures’ like tap-to-wake, smart answer, etc. These work well but we wouldn’t recommend turning on the tap-to-wake as this feature sporadically woke up the phone while still in the pocket. I would remove the phone from my pocket, only to find that I had accidentally sent gibberish text to a friend on Whatsapp. Adding a pattern lock helps but we didn’t face such an issue on the G2.

The firmware also seems a little unpolished as we experienced random slowdowns in the animation in certain parts of the settings menu or the quick dial button beside a contact name would intermittently stop working. It’s really weird but we noticed some settings would get enabled or change automatically without any input. For instance, multiple alarms would get activated, the camera resolution suddenly dropped to 5MP when it has always been on 16MP, etc.

The phone is powered by a Qualcomm Snapdragon 800 SoC and 2GB of RAM. The 32GB version gets 3GB of RAM. As expected, the E7 posts some impressive numbers in benchmarks.

Gionee does bundle along a boat load of apps with the E7 like a bunch of games, productivity apps, and some of their own like GioneeXender, NQ Mobile Security, Traffic Assistant, Power Manager, Amigo Paper and CharmCam.
Media
The E7 features Gionee’s custom audio and video player. The music player has limited support for codecs as it does not support FLAC files. However, you might still want to use it as it supports DTS audio enhancements which make a huge impact on the audio. You can choose the built-in presets of tweak the setting yourself. Audio quality is good via headphones, but the loudspeaker isn’t great. At high volumes, there’s severe distortion.

The video player supports a wider selection of formats including MKV and handles 1080p very well. The DTS enhancements don’t extend to the video player, sadly. You can grab a screenshot of the video and even switch to mini mode, which lets you perform other functions while you continue watching.

Out of the 16GB, you only get 7.8GB for media files while 5.2GB is reserved for apps. There’s no way to expand the memory either. Thankfully, Gionee offers a 32GB version as well for not much more, so it doesn’t make much sense buying the 16GB version, unless you are on a really tight budget.

Connectivity
The E7 supports quad-band GSM and dual-band 3G frequencies. You also get Wi-Fi ‘n’, Bluetooth v4.0, GPS and NFC. There’s no mention of GLONASS support anywhere, so we assume it’s not present. There is USB Host support however so one can plug in a pen drive to access files. This worked just fine with a SanDisk 16GB dual drive

Camera
The Elife E7 uses OmniVision’s OV16825 camera sensor. This 16MP module is packs in larger 1.34µm pixels as compared to standard camera modules. The backlighting technology is also based on the BSI-2 standard. This particular module is capable of handling 2K and 4K video up to 60fps, however, Gionee hasn’t enabled support for it in the current firmware. The interface is pretty simple and you can switch between a more general layout and a professional one for the settings. The features offered aren’t any different from what we’ve already seen. You have burst mode, HDR, Panorama and night. ‘V-sign’ mode lets you capture a still automatically when someone puts up the ‘peace’ sign. The focus speed is pretty quick but if you or your subject move even slightly, you end up with a blurry shot.

The trouble with the interface is that it’s not very intuitive. For instance, even in Auto mode, you can’t access burst mode by simply holding down the shutter. You have to manually switch to ‘Sports’ mode. Also missing are live filters. Video mode is is pretty basic as well. You can shoot up to 1080p but there’s no option for slow-motion video.

The front facing camera offers very good picture quality but sadly video recording is restricted to 720p only. Overall, the camera manages to capture incredible details and excels at macros and landscape shots. Low-light and indoor shots are also pretty good.

Gionee also throws in a CharmCam app which adds more features like beauty shot, frames, etc.

Battery Life
We managed to get pretty good backup time on the E7 despite its seemingly small 2500mAh battery. The phone breezed through the loop test with great ease with 20 percent battery to spare.

Verdict and Price in India
The Gionee Elife E7 is available for Rs 26,300 online for the 16B model and about Rs 27,900 for the 32GB model. With such a minor price gap, it makes sense to pick the 32GB version considering you can’t expand the storage. What’s more, the 32GB version also comes with 3GB of RAM instead of 2GB. As far as camera-centric phones are concerned, the E7 is your best bet at this price point. You also have the Sony Xperia ZR, which is still a very good camera phone for the price.


Gionee ticks most of the right boxes with the E7. You get powerful hardware and a very capable camera. The 16MP shooter is nowhere as good as Sony’s Z1 but is still better than most 13MP shooters out there. However, there’s still a lot of work to be done when it comes to the firmware. It just feels unpolished and way too complicated for the average user. If Gionee can sort this out by sticking to stock Android as much as possible, then the E7 gets our recommendation.

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Tech2, Frist Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips, Gaxon Health Care, www.gaxon.in
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে।              www.gaxon.in / www.gaxonn.blogspot.com

::: Thanks to visit on  Gaxonn :::

::: Gaxonn Technology News :::
মুঠোফোন যেমন আমাদের জীবনকে সহজ করে তুলেছে তেমনি এর অতিরিক্ত ব্যবহারের কারণে মানুষের মধ্যে নানান বদভ্যাসও গড়ে উঠছে। অনেকের কাছে জীবনের স্বাভাবিক সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছে মুঠোফোন। নানা কাজে প্রতিদিন অসংখ্যবার চোখ রাখতে হয় মুঠোফোনের পর্দায় বা পরীক্ষা করে দেখতে হয় কেউ কল করেছে কি না। মানুষের সঙ্গে বারবার যন্ত্রের এই ক্ষণিকের সাক্ষাৎকে গবেষকেরা বলেন, ‘মাইক্রো-ইন্টারঅ্যাকশন’। অভ্যাসবশত গড়ে ওঠা মাইক্রো-ইন্টারঅ্যাকশন মানুষের জীবনে যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে।
মুঠোফোন-সৃষ্ট বদভ্যাসের মধ্যে একটি হচ্ছে টয়লেটে বসে মোবাইলে বার্তা পাঠানো, কথা বলার মতো ঘটনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের চালানো এক জরিপে দেখা গেছে প্রতি চারজনের অন্তত তিনজন টয়লেটে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করেন।
মুঠোফোনের কারণে গড়ে ওঠা অভ্যাসের আরেকটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই মোবাইল খুঁজে বেড়ানো। রাতে ঘুমাতে যাওয়ার আগে যেখানেই মোবাইল ফোন রাখা হোক না কেনো সকালে ঘুম থেকে উঠে সবার আগে মোবাইল ফোনটি নেড়েচেড়ে দেখার অভ্যাস গড়ে তোলেন অনেকেই।  শুধু ঘুম থেকে জেগে মোবাইল হাতড়ানোই নয়, ঘুমাতে যাওয়ার আগে সর্বশেষ যে কাজটি অনেকেই করছেন তা হচ্ছে মোবাইল ঘাঁটাঘাঁটি করা।
মোবাইলের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। অ্যাপ্লিকেশন কেনা থেকে শুরু করে স্মার্টফোনটিকে ফ্যাশন পণ্য হিসেবে ব্যবহার করতে অনেকেই এর পেছনে অঢেল অর্থ খরচ করছেন এখন।
মুঠোফোন হাতে থাকায় যেখানে সেখানে সবকিছুরই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ছেন ব্যবহারকারী। আর অযথা এই ছবি তোলার অভ্যাস পরিণত হচ্ছে বদভ্যাসে।

মুঠোফোনে গেম খেলা বা অতিরিক্ত সময় ভিডিও দেখার মতো অভ্যাসও তৈরি হচ্ছে। মুঠোফোনের চার্জার দেখলেই অনেক ব্যবহারকারীকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় যা তাঁর অভ্যাসের কারণে হতে পারে। মুঠোফোন ব্যবহারের ফলে দেখা যায় অনেকের কানে সব সময় হেডফোন দেওয়া রয়েছে। কান থেকে হেডফোন না খোলার কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ কথা শুনতে পান না ব্যবহারকারী। কানে সব সময় হেডফোন দিয়ে রাখাটাও বদভ্যাসের পর্যায়েই পড়ে। অনেকেই আবার মুঠোফোনে চ্যাটিং আর বার্তা পাঠানোর কাজে সর্বক্ষণ ব্যস্ত থাকেন আর এই সব সময় ব্যস্ত থাকার বিষয়টি বদভ্যাস বলে বিবেচিত হয়। অনেকেই খাওয়ার সময় তার মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। খাবার সামনে রেখে মুঠোফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সময় কাটানোটা তখন বদভ্যাসের পর্যায়ে পড়ে।

কারও জন্য যখন অপেক্ষা করতে হয় তখন সময় কাটানো কাটানোর উদ্দেশ্যে অনেকেই উদ্দেশ্যহীন ভাবে অ্যাপ্লিকেশন চালাতে শুরু করেন বা গেম খেলতে শুরু করেন। অনেকেই পাশে বসে থাকা কোনো ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় যান না। এতে সামাজিকতা নষ্ট হয়।
অতিরিক্ত মুঠোফোনের ব্যবহারে মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে বলে গবেষকেরা সতর্ক করেছেন।
স্বাভাবিক সুন্দর জীবন-যাপনে মুঠোফোনের যন্ত্রণা থেকে দূরে থাকতে সাতটি উপায় মানুষের জন্য কাজে লাগতে পারে।
১. বার্তা নয়, প্রয়োজনে কথা বলতে পারেন
২. মাঝে মাঝে মুঠোফোন ব্যবহার থেকে নিজেকে বিরতি দিতে পারেন
৩. একসঙ্গে একাধিক কাজ এড়িয়ে চলুন এবং নির্দিষ্ট কাজে মনোযোগ দিন
৪. খাবার সময় মুঠোফোনের ব্যবহার এড়িয়ে চলুন
৫. ছবি তোলার আগে নিজে উপভোগ করুন
৬. ছবি আপলোড করার আগে যাচাই করুন

৭. রাতে প্রয়োজনবোধে মুঠোফোন বন্ধ করে ঘুমাতে যেতে পারেন।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::
::: Gaxonn Technology News :::
সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা এমন এক ধরনের ইন্টারনেট ব্যবস্থা তৈরির দাবি করেছেন যা সার্ভার ছাড়াই চলবে। গবেষকেদের দাবি, তাঁদের তৈরি অবকাঠামোতে ইন্টারনেট ব্যবস্থা আরও বেশি সামাজিক হবে যাতে সার্ভারের পরিবর্তে পিয়ার টু পিয়ার বা স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। গবেষকেরা এর নাম দিয়েছেন ‘দ্য পারসুইট ইন্টারনেট’।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘পারসুইট’ নামের একটি প্রকল্পে সার্ভার ছাড়া ইন্টারনেট ব্যবস্থার একটি প্রোটোটাইপ তৈরি করেছেন গবেষকেরা । প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, তাঁরা দাবি করছেন, পারসুইট ইন্টারনেট হবে একটি বুদ্ধিমান ইন্টারনেট ব্যবস্থা যাতে ব্যবহারকারীদের কনটেন্ট দেখতে সরাসরি সার্ভারে প্রবেশ করতে হবে না। এতে ব্যক্তিগত কম্পিউটার কনটেন্ট গ্রহীতা হিসেবে কনটেন্ট কপি করে তা পুনরায় প্রকাশ করতে সক্ষম হবে এবং অন্যান্য গ্রহীতাকে দেখার সুযোগ করে দেবে। এতে করে তথ্য শুধু মূল উ ৎসের পরিবর্তে বিশাল কম্পিউটার নেটওয়ার্কে থাকবে। গবেষকেরা দাবি করছেন, এই পদ্ধতিতে ইন্টারনেট হবে দ্রুতগতির এবং ব্যবহারকারীর ব্যক্তিগত নিরাপত্তা বাড়বে।


গবেষকেরা দাবি করেছেন, বর্তমান ইন্টারনেট ব্যবস্থায় যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল পদ্ধতিতে তথ্য খোঁজা হয় পারসুইট ইন্টারনেট ব্যবস্থায় তা ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ারস বা ইউআরআই হিসেবে খোঁজা হবে। কেমব্রিজ কম্পিউটার ল্যাবের গবেষক ডার্ক ট্রোসেন জানিয়েছেন, ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার্স হচ্ছে তথ্যটি বা কনটেন্ট কি তার সহজ পরিচিতি।
Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on  Gaxonn :::