:: Gaxon_Info ::
Try To Better Service....
::Info
:: ::
::Bangla_Problem::
:: Follow Us ::
Online Page Viewing..
Search
Translate This Page in Any Language [ Break the Language ]
Showing posts with label man. Show all posts
Showing posts with label man. Show all posts
10:23
Gaxon News
ভবিষ্যতে সঙ্গীর সঙ্গে সম্পর্ক কতটা মধুর হবে তা নির্ভর করে কীভাবে আপনি তার সঙ্গে ঘুমাচ্ছেন।
ইউনিভার্সিটি অফ পিটসবার্গের সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে ‘শেইপ’ ম্যাগিজিন জানায়, “যত বেশি আপনার সঙ্গীর সঙ্গে ঘুমানোর সময় মিলবে, ততই সম্পর্ক সুখের হতে থাকবে।”
প্রতিবেদনে জানানো হয়, যারা একসঙ্গে ঘুমাতে যায় তাদের মধ্যে সম্পর্ক অনেক বেশি গাঢ় হয়।
সমীক্ষায় আরও বলা হয়, “তবে শারীরিক দূরত্ব.....
08:26
08:03
09:12
::: Gaxon Technology News :::
অ্যান্ড্রয়েডে ঢুকে পড়ছে ভয়ংকর এক ড্যান্ড্রয়েড! অ্যান্ড্রয়েড
হচ্ছে গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম কিন্তু ড্যান্ড্রয়েড কী? এই ড্যান্ড্রয়েড হচ্ছে
মারাত্মক এক ভাইরাস, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে আক্রান্ত করে অ্যান্ড্রয়েডের
ছদ্মবেশেই।
অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ব্যবহারকারীর অজান্তে অপরিচিতের
নম্বরে ফোন কল, বার্তা পাঠানো, কিংবা অ্যাপ্লিকেশন ডাউনলোড, হঠাত্ মোবাইল ডেটার ব্যবহার
বেড়ে যাওয়া, দ্রুত ব্যালেন্স শেষ হওয়ার জন্য দায়ী হতে পারে এই ড্যান্ড্রয়েড। ভারতীয়
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এই ড্যান্ড্রয়েড বিষয়ে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন। এক
খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।
কম্পিউটার ইমারজেন্সি রেসপনস টিম অফ ইন্ডিয়ার (সিইআরটি-ইন)
গবেষকেরা অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছেন, অ্যান্ড্রয়েডের
জটিল ভাইরাস ড্যান্ড্রয়েড আক্রমণ করলে স্মার্টফোনের নিয়ন্ত্রণ পুরোপুরি হারাতে হতে
পারে। মারাত্মক ‘ট্রোজান’ পরিবারের এই ভাইরাসটি একবার সক্রিয় হয়ে গেলে স্মার্টফোনের
কমান্ড ও কন্ট্রোল সার্ভার নিয়ন্ত্রণ নেয় এবং ব্যক্তিগত বার্তা আদান-প্রদানে প্রতিবন্ধকতা
তৈরি করে।
গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, ড্যান্ড্রয়েড এতটাই
সূক্ষ্ম ছদ্মবেশী ভাইরাস যে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সঙ্গে এর অমিল খুঁজে পাওয়া শক্ত।
এই ভয়ংকর সফটওয়্যারটি ইনস্টল হলে সাইবার দুর্বৃত্তরা দূরে বসেই স্মার্টফোনের নিয়ন্ত্রণ
রাখতে পারে।
ড্যান্ড্রয়েড ইনস্টল হলে সাইবার দুর্বৃত্তরা সহজেই
কল লগ মুছে দেওয়া, কমান্ড পরিবর্তন করে দেওয়া, যেকোনো নম্বরে কল করা বা বার্তা পাঠানো,
ওয়েব পেজ খোলা, কল রেকর্ড করা কিংবা অডিও রেকর্ড, দূরে বসে ছবি বা ভিডিও আপলোড, লাইক
দেওয়া কিংবা নতুন অ্যাপ্লিকেশন খোলার মতো কাজ করতে সক্ষম হয়।
স্মার্টফোন থেকে অগোচরে অর্থ গায়েব হয়ে যাচ্ছে কিনা
বা ব্যবহারকারীর অগোচরে স্মার্টফোনে ডাটা ব্যবহার হচ্ছে কিনা তা খেয়াল করে ড্যান্ড্রয়েড
নিয়ে সতর্ক থাকতে বলেছেন গবেষকেরা।
ড্যান্ড্রয়েড প্রতিরোধে অপরিচিত ও অবিশ্বস্ত কোনো
প্ল্যাটফর্ম থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে নিষেধ করেছেন তাঁরা।
গবেষকেরা পরামর্শ দিয়েছেন, কেবল উত্স নিশ্চিত হয়ে
এবং পরিচিত প্ল্যাটফর্ম থেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। ড্যান্ড্রয়েড আক্রমণ হলে
মোবাইল সিকিউরিটি সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস ব্যবহার করে পুরো সিস্টেম স্ক্যান করুন।
কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে আপনার অনুমতি চাওয়া হচ্ছে কিনা তা খেয়াল করুন এবং
অনুমতি দেওয়ার আগে অ্যাপসটির উত্স সম্পর্কে নিশ্চিত হন।
ভারতের সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির
গবেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোন থেকে ব্রাউজ করার সময় বিভিন্ন লিংকে ক্লিক করার বিষয়ে
সচেতন থাকুন। যেকোনো লিংক নিশ্চিত না হয়ে ক্লিক করবেন না। অ্যান্ড্রয়েডের আপডেট বা
প্যাচ ইনস্টল করার সময় তার উত্স সম্পর্কে জানুন এবং ডিভাইস এনক্রিপশন ব্যবহার করুন।
স্মার্টফোনের ব্যাটারির চার্জ কত দ্রুত শেষ হচ্ছে,
মোবাইল বিল বাড়ছে কি না বা ডেটা ব্যবহার অস্বাভাবিক হচ্ছে কিনা খেয়াল রাখার পরামর্শও
দিচ্ছেন গবেষকেরা। ড্যান্ড্রয়েড থেকে সুরক্ষায় অনিরাপদ ও অপরিচিত ওয়াই-ফাই নেটওয়ার্কে
মোবাইল থেকে ব্রাউজ করার সময়ও সতর্ক থাকতে হবে।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
09:04
::: Gaxon Health_Care :::
বলা হয়ে থাকে, তরমুজ ওজন কমাতে সাহায্য করে, নিম্ন
রক্তচাপ থাকলে রক্ত সঞ্চালন বাড়াতে সহায়ক তরমুজ। তবে, নতুন খবর হলো, তরমুজ পুরুষদের
যৌনজীবনকে তরতাজা করে তুলতে পারে!
রসাল এই ফলের স্বাদের কথা সবাই জানেন। খেতেও পছন্দ
করেন অনেকেই। কিন্তু আলাদাভাবে এর পুষ্টিগুণের কথা আলোচনা হয় না খুব একটা।
সম্প্রতি ইতালীয় গবেষকদের এক গবেষণায় বলা হয়েছে, তরমুজের
সাইট্রুলিন অ্যামাইনো অ্যাসিড রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি পুরুষত্বহীনতায় মহৌষধ
হিসেবে কাজ করতে পারে। ইন্দো-এশিয়ান নিউজ এ খবর জানিয়েছে।
আমাদের শরীর এই সাইট্রুলিনকে ব্যবহার করে আরেকটা অ্যামাইনো
অ্যাসিড সৃষ্টি করে, যার নাম অরগিনিন। এই অরগিনিন অনেকটা ভায়াগ্রার মতো কাজ করে। এটা
শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায়, যা রক্তনালিগুলোকে চাপমুক্ত করে। ভায়াগ্রা-জাতীয় ওষুধগুলোও
এই একই প্রক্রিয়ায় কাজ করে থাকে। আর অতিরিক্ত নাইট্রিক অ্যাসিড কণ্ঠনালির প্রদাহ, উচ্চ
রক্তচাপ এবং অন্যান্য কার্ডিওভাসকুলার সমস্যা সমাধানে সহায়ক হিসেবেও উল্লেখ করা হয়েছে
গবেষণাটিতে।
রসাল ফল তরমুজের ৯২ ভাগই পানি আর ৮ ভাগ শর্করা। তরমুজ
একই সঙ্গে ভিটামিন ‘সি’রও দারুণ উত্স।
Source:- Abp News,The Stateman,, touchinlife, Wiki,
Healthpro, Masable,Bartoman,Kolom,Aajkaal,prothomalo technology, 24hourstalks,
Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap, Tuneid,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph,
Gaxonn technology News, Gaxonn News/Tips. Spoken English & Grammar, www.gaxon.in, www.gaxonn.blogspot.com
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। অথবা শেয়ার করো ফেসবুকে। www.gaxon.in
::: Thanks to visit on Gaxonn :::
Tags:Health Care,man,tension,Tips,water,www.gaxon.in | 0
comments
03:50
::: Gaxon Health Care :::
মেয়েদের ঠোঁটের ওপর, চিবুক, বুক, পেট বা পিঠে যদি
তুলনামূলক মোটা, কালো কখনো বা একটু ঘন লোম দেখা দেয়, তাতে যেকোনো মেয়েই বিব্রত এবং
দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। ডাক্তারি ভাষায় এই অবাঞ্ছিত লোম বৃদ্ধিকে হারসুটিজম বলা
হয়।
এ সমস্যা খুব বিরল কিছু নয়। সমীক্ষায় দেখা গেছে যে
বিশ্বব্যাপী ৫% থেকে ১৫% বয়ঃসন্ধিপ্রাপ্ত বা প্রাপ্তবয়স্ক মেয়েরা এ সমস্যায় আক্রান্ত
হতে পারেন। তবে পারিবারিক ইতিহাস, গোত্র বা জাতিভেদে এর তারতম্য দেখা যায়। মধ্য এবং
দক্ষিণ এশিয়ার মেয়েদের মধ্যে এ সমস্যা বেশি। ওজন আধিক্য বা স্থূল মেয়েদেরও এ সমস্যা
বেশি হয়।
কীভাবে অবাঞ্ছিত লোম তৈরি হয়?
মেয়েদের শরীরে স্বাভাবিকভাবে এন্ড্রোজেন বা পুরুষ
হরমোনের পরিমাণ খুব অল্প। কিন্তু কখনো ডিম্বাশয় বা এডরেনাল গ্রন্থি থেকে এই এন্ড্রোজেন
অধিক পরিমাণে তৈরি হলে বা এন্ড্রোজেনের অধিক কার্যকারিতার কারণে এই হারসুটিজম দেখা
দিতে পারে।
কী কী কারণে অতিরিক্ত এন্ড্রোজেন তৈরি হয়?
প্রথমেই জেনে নেওয়া ভালো যে এটা কোনো রোগ নয়, বরং
লক্ষণ। বিভিন্ন কারণে পুরুষ হরমোন এন্ড্রোজেনের আধিক্য হয় মেয়েদের রক্তে।
কারণগুলো হলো:
পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম: ৭০ শতাংশ ক্ষেত্রে
অবাঞ্ছিত লোমের কারণ এটি। অবাঞ্ছিত লোম বৃদ্ধির পাশাপাশি মুখে ব্রন, মাথার চুল পরা,
ঘাড়ে কালো দাগ, ওজন বৃদ্ধি বা স্থ্থূলতা, অনিয়মিত মাসিক, গর্ভধারণে সমস্যা, উচ্চ রক্তশর্করা-কোলেস্টরল,
উচ্চ রক্তচাপ, ডিম্বাশয়ে সিস্ট ইত্যাদি থাকতে পারে।
অনির্ণিত কারণ: অনেক সময় সুনির্দিষ্ট কারণ অনেক
পরীক্ষা-নিরীক্ষার পরও পাওয়া যায় না। পারিবারিক ইতিহাস থাকে বা স্থূল মেয়েদের ক্ষেত্রে
দেখা দেয়।
ডিম্বাশয় এবং এডরেনালগ্রন্থির টিউমার বা হাইপারপ্লাসিয়া:
এ রকম টিউমার থেকে অত্যধিক পরিমাণ এন্ড্রোজেন হরমোন নিঃসরণের জন্য গলার স্বর পরিবর্তিত
হতে পারে, শরীরের গঠন বা মাংসপেশির পুরুষালি পরিবর্তন ঘটে, এমনকি জননেন্দ্রিয়রও পরিবর্তন
দেখা দেয়।
অন্যান্য হরমোনজনিত রোগ: থাইরয়েডের সমস্যা, কুসিংস
সিনড্রম, এক্রোমেগালি, প্রোলেকটিনোমা, ইনসুলিন রেজিসটেন্স সিনড্রম ইত্যাদি কারণে এই
সমস্যা হতে পারে। তবে এগুলো বিরল সমস্যা।
ওষুধ: ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও এ সমস্যা হতে
পারে। যেমন স্টেরয়েড, ডেনাজল, মিনোক্সিডিল, মেটোক্লোপ্রামাইড, মিথাইলডোপা, ফেনোথায়াজিন,
প্রজেস্টেরন ইত্যাদি।
চিকিৎসা:
কারণ নির্ধারণ এবং সে অনুযায়ী চিকিৎসা নেওয়া জরুরি।
বেশির ভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে
যেতে হয় এবং কমপক্ষে ছয় মাস সময় লাগতে পারে ফল পাওয়া শুরু হতে।
ওষুধের পাশাপাশি ওয়াক্সিং, শেভিং, ক্রিম, ইলেকট্রলাইসিস,
লেসার ইত্যাদির মাধ্যমে সাময়িকভাবে লোম কমিয়ে ফেলা যায়।
ওজন কমানো অত্যন্ত জরুরি। উচ্চ রক্তশর্করা, কোলেস্টরল
বা উচ্চরক্তচাপ হলে চিকিৎসা নিন।
Source:- Abp News,The
Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom alo technology, Times of India,
BBC, Technology Android, NDTV, News India,Android rap,Techtune with Android,In
Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn technology News, Gaxonn News/Tips,
Gaxon Health Care, www.gaxon.in
যদি
এই পোস্ট তোমার কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে, তবে তা আমাদের কমেন্ট করে
জানাতে পারো।
::: Thanks to visit on Gaxonn :::
Tags:Hair,Health Care,Life,man,www.gaxon.in | 0
comments
09:37
::: Gaxonn Technology News :::
সকালের তুলনায় বিকেলবেলা মানুষ মিথ্যাচার ও
প্রতারণার আশ্রয় নেয় বেশি। কারণ, ক্লান্তির কারণে দিনের এ সময়
তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা এমনটিই দাবি করছেন। সাইকোলজিক্যাল সায়েন্স
সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Source:- Abp News,The Stateman,Masable,Bartoman,Kolom,Aajkaal,prothom
alo technology, Times of India, BBC, Technology Android, NDTV, News India,Android
rap,Techtune with Android,In Technology,Android Gear, CNN, Telegraph, Gaxonn
technology News, Gaxonn News/Tips.
যদি এই পোস্ট তোমার
কোনও উপকার বা জ্ঞান অর্জনে এর কাজে লাগে,
তবে তা আমাদের কমেন্ট করে জানাতে পারো।
::: Thanks to visit on Gaxonn :::
Subscribe to:
Posts
(Atom)