Search

Translate This Page in Any Language [ Break the Language ]

Showing posts with label Grammar. Show all posts
Showing posts with label Grammar. Show all posts

বিখ্যাত অভিধান অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে একটি শব্দের (siphon) অর্থ বা ব্যাখ্যায় ভুল ছিল। ৯৯ বছর পর সেটি পরিবর্তন করা হয়েছে। ভুলটি ২০১০ সালে প্রথম ধরা পড়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক স্টিফেন হিউজের চোখে। অভিধানে siphon শব্দের ব্যাখ্যা ছিল, ‘এটি একটি লম্বা নল। চারপাশের চাপের কারণে নলটির মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়।’ কিন্তু আসলে অভিকর্ষজ ত্বরণের কারণে নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়। হিউজ নতুন করে শব্দটির ব্যাখ্যা অভিধানভুক্ত করতে অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করেন। অবশেষে তাঁর অনুরোধে সাড়া দেয় প্রতিষ্ঠানটি। টাইমস অব ইন্ডিয়া।