:: Gaxon_Info ::
Try To Better Service....
::Info
:: ::
::Bangla_Problem::
:: Gaxon...Flash ::
:: Follow Us ::
Online Page Viewing..
Search
Translate This Page in Any Language [ Break the Language ]
20:48
কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারকারীরা ২০১৩ সালে যেসব
পাসওয়ার্ড দিয়েছেন, সেগুলোর মধ্যে দুর্বলতম বা বাজে পাসওয়ার্ড দিয়েছেন সেসবের একটি
তালিকা প্রকাশ করেছে পাসওয়ার্ড ব্যবস্থাপনা ও সফটওয়্যার প্রতিষ্ঠার স্প্ল্যাশডেটা।
এবার সবচেয়ে বাজে পাসওয়ার্ড তালিকার এক নম্বরে উঠে এসেছে 123456 পাসওয়ার্ডটি, যা ২০১২
সালের তালিকায় শীর্ষে থাকা বাজে পাসওয়ার্ডকে ঠেলে দিয়েছে দ্বিতীয় অবস্থানে। সবচেয়ে
বাজে দশের তালিকায় তৃতীয় অবস্থানে আছে 12345678, চতুর্থ qwerty আর পঞ্চম স্থানে আছে
abc123 পাসওয়ার্ডটি। অন্যান্য পাসওয়ার্ডের মধ্যে 111111 আছে সপ্তম আর iloveyou আছে
নবম অবস্থানে। অনলাইনে প্রকাশিত অ্যাডোবি ব্যবহারকারীদের চুরি যাওয়া পাসওয়ার্ড গবেষণা
করে স্প্ল্যাশডেটা তৈরি করেছে এই তালিকা। বেশি বেশি ব্যবহার করা পাসওয়ার্ডের এই তালিকা
দেখে বোঝা যায় ব্যবহারকারীরা এখনো দুর্বল আর সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার
করে নিজেদের এখনো ঝুঁকির মধ্যে ফেলছেন। স্প্ল্যাশডেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মরগ্যান
স্লেইন বলেছেন, তালিকায় থাকা adobe123 বা photoshop-এর মতো পাসওয়ার্ড এটাই স্মরণ করিয়ে
দিচ্ছে যেন ওয়েবসাইটের নাম বা অ্যাপ্লিকেশনে প্রবেশ করা নামের ওপর ভিত্তি করে আপনার
পাসওয়ার্ড তৈরি না করেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ওয়েবসাইটে শক্তিশালী পাসওয়ার্ড
নীতিমালা আরোপ করার পরও তালিকায় ছোট সংখ্যার পাসওয়ার্ড দেখা গেছে। যেমন, তালিকার ১৬
নম্বরে আছে 1234, ২০ নম্বরে আছে 12345।
স্প্ল্যাশডেটার পরামর্শ হলো, সব ওয়েবসাইটে একই পাসওয়ার্ড
ব্যবহার না করে প্রতিটির জন্য আলাদা পাসওয়ার্ড তৈরি করা। পাসওয়ার্ড এমন হতে হবে যেন
ন্যূনতম আটটি বা তার বেশি অক্ষর থাকে, সেই সঙ্গে কোনো বিশেষ অক্ষর এবং সংখ্যা যুক্ত
থাকে। পাসওয়ার্ডের পূর্ণাঙ্গ তালিকাটি পাওয়া যাবে goo.gl/JfrFNX ঠিকানার ওয়েবসাইটে।
Tags:Technology News
Subscribe to:
Post Comments
(Atom)
0 comments:
Post a Comment
Please.. Give Us to a Chance For Better Service... Gaxon
Leave a Comment...